COVID-19 Cases in India: তিন মাসে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড! আবার চোখ রাঙাচ্ছে করোনা, রাজ্যেও উর্ধ্বমুখী সংক্রমণ

Corona Cases: পরিসংখ্যান অনুযায়ী পজিটিভিটি রেট ২ শতাংশ, এবং সাপ্তাহিক পজিটিভিটি রেট ২.৩৪ শতাংশ। এখনও অবধি সব মিলিয়ে ৮৫ কোটি ৫৮ লক্ষ নমুনা পরীক্ষা করা হয়েছে।

COVID-19 Cases in India: তিন মাসে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড! আবার চোখ রাঙাচ্ছে করোনা, রাজ্যেও উর্ধ্বমুখী সংক্রমণ
রাজ্যে কিছুটা করোনা আক্রান্তের সংখ্যা
Follow Us:
| Edited By: | Updated on: Jun 15, 2022 | 11:16 AM

নয়া দিল্লি: ২০২০ সালের মার্চ মাস থেকে দেশে করোনা সংক্রমণ (Corona Pandemic) ক্রমাগত বাড়তে শুরু করেছিল। দীর্ঘ দু’বছরের বেশি সময় ধরে লকডাউন, কঠোর বিধি নিষেধ, হাসপাতালগুলিতে বেডের অভাব, অক্সিজেনের অপ্রতুলতা এবং সর্বোপরি অসংখ্য মানুষের মৃত্যুর সাক্ষী থেকেছে গোটা দেশ। ফেব্রুয়ারি মাসে করোনার তৃতীয় ঢেউয়ের পর থেকে সংক্রমণ খানিকটা কমতে শুরু করেছিল। সেই কারণে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে আসতে শুরু করেছিলেন সকলে। কিন্তু বেশ কয়েকদিন ধরে উদ্বেগ বাড়িয়ে আবার ক্রমেই বাড়ছে করোনা সংক্রমণ। বুধবার দেশে ৩ মাসের মধ্যে সর্বোচ্চ সংক্রমণের খবর সামনে এসেছে। স্বাস্থ্য মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) প্রকাশিত বুলেটিন থেকে জানা গিয়েছে, বিগত ২৪ ঘণ্টায় দেশে ৮ হাজারের বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ১ দিনে গোটা দেশে মো ৮ হাজার ৮২২ জন মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সব মিলিয়ে এখনও অবধি দেশে ৪ কোটি ৩২ লক্ষ ৪৫ হাজার ৫১৭ জন মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান বলছে মঙ্গলবার করোনা আক্রান্ত হয়ে ১৫ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা ৫ লক্ষ ২৪ হাজার ৭৯২।

পরিসংখ্যান অনুযায়ী পজিটিভিটি রেট ২ শতাংশ, এবং সাপ্তাহিক পজিটিভিটি রেট ২.৩৪ শতাংশ। এখনও অবধি সব মিলিয়ে ৮৫ কোটি ৫৮ লক্ষ নমুনা পরীক্ষা করা হয়েছে। বিগত ২৪ ঘণ্টায় সব মিলিয়ে ৪ লক্ষ ৪০ হাজার ৭৮ নমুনা পরীক্ষা করা হয়েছে। দিল্লিতে করোনা সংক্রমণ ক্রমশই বাড়ছে। রাজধানীর করোনা সংক্রমণ আবার ১ হাজারের গণ্ডি পার করেছে। ২৪ ঘণ্টায় রাজধানীতে ১ হাজার ১১৮ জন করোনা সংক্রমিত হয়েছেন। মহারাষ্ট্রেও করোনা সংক্রমণ উদ্বেগ বাড়াচ্ছে

রাজ্যের সংক্রমণ

রাজ্যেও করোনা সংক্রমণও উর্ধ্বমুখী। বিগত ২৪ ঘণ্টায় ১৩৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী রাজ্যে এখনও অবধি ২০ লক্ষ ২০ হাজার ৫৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। বিগত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। রাজ্যে পজিটিভিটি রেট ১.০৫ শতাংশ।