India’s Daily COVID-19 Cases: একদিনেই ১৩ শতাংশ কমল সংক্রমণ, ৫৮ হাজারে নেমে এল দৈনিক আক্রান্তের সংখ্যা
India's Daily COVID-19 Cases: মৃতের সংখ্যার ক্ষেত্রেও শীর্ষে রয়েছে কেরল। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় মৃতের সংখ্য়া ৩৪১। এরপরে রয়েছে মহারাষ্ট্র, সেখানে একদিনে করোনায় মৃতের সংখ্যা ৪৫।
নয়া দিল্লি: দেশে ফের অনেকটাই কমল করোনা সংক্রমণ(COVID-19)। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের (Union Health Ministry) তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৫৮ হাজার ৭৭ জন, যা গতকালের তুলনায় ১৩.৪ শতাংশ কম। এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ কোটি ২৫ লক্ষ ৩৬ হাজার ১৩৭-এ। কিছুটা কমেছে মৃত্যুর সংখ্যা। সংক্রমণের হার(Positivity Rate)-ও কমে দাঁড়িয়েছে ৩.৮৯ শতাংশে।
স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, দৈনিক আক্রান্তের সংখ্যা ৫৮ হাজারে নেমে এসেছে। গত ৫ জানুয়ারির পর এই প্রথম আক্রান্তের সংখ্যা এত কম হল। অন্যদিকে, মৃতের সংখ্যাও বিগত কয়েকদিন ধরে হাজারের কাছাকাছি থাকলেও গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৬৫৭ জনের। এই নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ৭ হাজার ১৭৭-এ।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। একদিনেই ১ লক্ষ ৫০ হাজার ৪০৭ জন সুস্থ হয়ে ওঠায় দেশে মোট সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ কোটি ১৩ লক্ষ ৩১ হাজার ১৫৮-এ। বর্তমানে দেশে সুস্থতার হার ৯৭.১৭ শতাংশ। সক্রিয় রোগীর সংখ্যাও কমে ৬ লক্ষ ৯৭ হাজার ৮০২-এ পৌঁছেছে। গত ২৪ ঘণ্টাতেই সক্রিয় রোগীর সংখ্যা কমেছে ৯২ হাজার ৯৮৭।
চলতি সপ্তাহের শুরুতেই কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছিল যে, দেশের ৫টি রাজ্য থেকেই মোট আক্রান্তের ৬৭ শতাংশের খোঁজ মিলছে। এরমধ্যে কেবল কেরল থেকেই আক্রান্তের হার ৪১ শতাংশ। স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কেরলে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৪২০ জন।
এরপরেই রয়েছে মহারাষ্ট্র। সেখানে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৬২৪৮ জন। কর্নাটকেও গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৫ হাজার ১৯ জন, তামিলনাড়ুতে দৈনিক আক্রান্তের সংখ্যা ৩৫৯২ এবং রাজস্থানে আক্রান্তের সংখ্যা ৩৪৯১। এই পাঁচটি রাজ্য থেকেই গত ২৪ ঘণ্টায় মোট সংক্রমণের ৬৩.৩১ শতাংশের খোঁজ মিলেছে। কেবল কেরল থেকে ৩১.৭২ শতাংশ আক্রান্তের খোঁজ মিলেছে।
মৃতের সংখ্যার ক্ষেত্রেও শীর্ষে রয়েছে কেরল। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় মৃতের সংখ্যা ৩৪১। এরপরে রয়েছে মহারাষ্ট্র, সেখানে একদিনে করোনায় মৃতের সংখ্যা ৪৫।