India-Sri lanka: এবার ফেরি সার্ভিসের মাধ্যমেই পৌঁছে যাওয়া যাবে শ্রীলঙ্কা

Ferry service: বিংশ শতাব্দীর গোড়ার দিকে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে জলপথে নিত্য যোগাযোগ ছিল। ১৯৮২ সালে শ্রীলঙ্কায় গৃহযুদ্ধ শুরু হলে দুই দেশের মধ্যে জলপথে যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়। তারপর ২০১১ সালে ফের ফেরি পরিষেবা চালুর জন্য দুই দেশ চুক্তি স্বাক্ষর করে। অবশেষে ১২ বছর পর চালু হচ্ছে সেই ফেরি পরিষেবা।

India-Sri lanka: এবার ফেরি সার্ভিসের মাধ্যমেই পৌঁছে যাওয়া যাবে শ্রীলঙ্কা
প্রতীকী ছবি।Image Credit source: ANI
Follow Us:
| Edited By: | Updated on: Oct 08, 2023 | 9:59 PM

চেন্নাই: আরও কাছাকাছি আসছে ভারত-শ্রীলঙ্কা (India-Sri lanka)। এবার ভারত ও শ্রীলঙ্কার মধ্যে ফেরি পরিষেবা (Ferry service) শুরু হতে চলেছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১০ অক্টোবর, মঙ্গলবার থেকেই দুই দেশের মধ্যে ফেরি পরিষেবা শুরু হবে। ফলে জলপথে ভারত ও শ্রীলঙ্কার যোগাযোগ যেমন দৃঢ় হবে, তেমনই বিভিন্ন রাজ্যের পর্যটকেরাও সহজেই এই দ্বীপরাষ্ট্রে যেতে পারবেন।

জানা গিয়েছে, তামিলনাড়ুর নাগাপট্টিনম থেকে শ্রীলঙ্কার কাঙ্কেসান্থুরাইয়ের জাফনার মধ্যে ফেরি পরিষেবা শুরু হবে। অর্থাৎ নৌপথে যোগাযোগ শুরু করবে দুই দেশ। ‘চেরিয়াপানি’ নামের একটি নৌকা প্রতিদিন যাতায়াত করবে দুই দেশের মধ্যে। এই নৌকায় নাগাপট্টিনম থেকে শ্রীলঙ্কার জাফনা পৌঁছতে সময় লাগবে প্রায় ৩ ঘণ্টা।

ভারত ও শ্রীলঙ্কার মধ্যে ফেরি পরিষেবা শুরুর বিষয়ে অবশ্য অনেক আগেই চুক্তি হয়েছিল। ১২ বছর পর সেই চুক্তির বাস্তবায়ন হতে চলেছে। ভারতের তরফে এই ফেরি পরিষেবার দায়িত্বে থাকছে রাষ্ট্রায়ত্ত সংস্থা শিপিং কর্পোরেশন অব ইন্ডিয়া (SCI)। সংস্থার তরফে এই বিষয়ে বিবৃতি দিয়ে বলা হয়েছে, ফেরি সার্ভিসের মাধ্যমে ভারত ও শ্রীলঙ্কার বাসিন্দাদের অল্প খরচে নাগাপট্টিনাম থেকে জাফনায় যাওয়ার এক অনবদ্য সুযোগ দেওয়া হচ্ছে।

শ্রীলঙ্কার সঙ্গে ফেরি পরিষেবা চালু করা নিয়ে উৎসুক তামিলনাড়ু সরকারও। রাজ্যের মন্ত্রী ই.ভি ভেলু জানান, ‘চেরিয়াপানি-তে উঠতে পারবেন সর্বোচ্চ ১৫০ যাত্রী। এছাড়া ৪০ কেজি পর্যন্ত মাল বহনের ক্ষেত্রে অতিরিক্ত কোনো টাকা গুনতে হবে না যাত্রীদের।

প্রসঙ্গত, বিংশ শতাব্দীর গোড়ার দিকে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে জলপথে নিত্য যোগাযোগ ছিল। ১৯৮২ সালে শ্রীলঙ্কায় গৃহযুদ্ধ শুরু হলে দুই দেশের মধ্যে জলপথে যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়। তারপর ২০১১ সালে ফের ফেরি পরিষেবা চালুর জন্য দুই দেশ চুক্তি স্বাক্ষর করে। বহু আলোচনার পর অবশেষে ১২ বছর পর চালু হচ্ছে সেই ফেরি পরিষেবা।