Sputnik Light: এক ডোজ়েই ৭৯ শতাংশ সংক্রমণ রুখবে স্পুটনিক লাইট, দেশে শীঘ্রই শুরু হচ্ছে ট্রায়াল
Covid Vaccine: ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়ার (DCGI) তরফে জানানো হয়, ভারতে স্পুটনিক লাইটের তৃতীয় দফা ট্রায়ালের কোনও প্রয়োজন নেই, কারণ স্পুটনিক লাইট তৈরিতে যে উপাদানগুলি ব্যবহার করা হয়েছে, তা স্পুটনিক-ভি ভ্যাকসিনের প্রথম ডোজ়ে ব্যবহৃত উপাদানগুলির মতোই।
নয়া দিল্লি: দুটো ডোজ়ের অপেক্ষা নয়, এক ডোজ়েই আটকানো যাবে করোনা সংক্রমণ(COVID-19)। ভারতে শুরু হচ্ছে রাশিয়ার এক ডোজ়ের ভ্যাকসিন স্পুটনিক লাইট(Sputnik Light)-র পরীক্ষামূলক ট্রায়াল। ইতিমধ্যেই টিকার প্রথম ব্যাচের সুরক্ষা ও কার্যকারিতা যাচাইয়ে জন্য় পাঠানো হয়েছে।
প্যানাকা বায়োটেক(Panacea Biotec)-র তৈরি এই ভ্যাকসিনের প্রাথমিক পরীক্ষা করা হবে। যদি টিকা সুরক্ষিত হিসাবে ছাড়পত্র পায়, তবেই ট্রায়ালে অংশগ্রহণকারীদের উপর স্পুটনিক লাইট ভ্যাকসিনটি প্রয়োগ করা হবে। গত ৩০ জুনই কেন্দ্রের বিশেষজ্ঞ দলের তরফে জানানো হয়েছিল যে স্পুটনিক লাইটের তৃতীয় দফার ক্লিনিক্যাল ট্রায়ালের প্রয়োজন নেই। এরপরই সাবজেক্ট এক্সপার্ট কমিটির তরফেও গত ৫ অগস্ট স্বেচ্ছাসেবকদের উপর স্পুটনিক লাইটের ট্রায়ালের অনুমতি দেওয়া হয়।
সরকারি সূত্রে জানা গিয়েছে, কসৈলিতে সেন্ট্রাল ড্রাগস ল্যবরেটরিতে স্পুটনিক লাইট ভ্যাকসিনগুলি গুণমান পরীক্ষা করার জন্য পাঠানো হয়েছে। ইতিমধ্যেই একাধিক হাসপাতালের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে ট্রায়ালের জন্য। চলতি সপ্তাহ থেকেই ট্রায়ালে অংশগ্রহণকারীদের নাম নথিভুক্ত করার কাজ শুরু হবে।