৪৫ হাজার কোটি টাকায় ৮৩টি তেজাস কিনছে কেন্দ্র

আজ কেন্দ্রের তরফে একটি বিবৃতি জারি করে বলা হয়, "৭৩টি তেজাস এলসিএ যুদ্ধবিমান ভারতীয় বায়ুসেনার চাহিদা পূরণে একটি শক্তিশালী মাধ্যম হয়ে উঠবে।"

৪৫ হাজার কোটি টাকায় ৮৩টি তেজাস কিনছে কেন্দ্র
তেজস যুদ্ধবিমান। ফাইল চিত্র।
Follow Us:
| Updated on: Jan 13, 2021 | 7:28 PM

নয়া দিল্লি: ৪৫ হাজার কোটি টাকা খরচে ৮৩টি তেজাস যুদ্ধবিমান (Tejas light combat aircraft) কিনবে ভারত সরকার। বুধবার প্রধানমন্ত্রীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রীসভায় এমনটাই সিদ্ধান্ত নেওয়া হল। সরকারি বিবৃতিতে জানানো হয়, ৭৩ টি তেজাস যুদ্ধ বিমানের পাশাপাশি ১০টি ট্রেনার বিমান (Trainer aircraft) ও কেনা হবে।

দীর্ঘদিন ধরেই ভারতীয় বায়ুসেনাকে আরও শক্তিশালী করার পরিকল্পনা চলছিল। গতবছর থেকে প্রতিবেশী চিনের সঙ্গে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় দ্বৈরথ শুরু হতেই আরও জোরকদমে প্রস্তুতি শুরু হয়। তারই অংশ হিসাবে আজ কেন্দ্রের তরফে ঘোষণা করা হয়, ৪৫.৭ হাজার কোটি টাকা খরচ করে ৭৩টি তেজাস এলসিএ যুদ্ধবিমান ও ১০টি ট্রেনার বিমান কেনা হবে।

আজ কেন্দ্রের তরফে একটি বিবৃতি জারি করে বলা হয়, “৭৩টি তেজাস এলসিএ যুদ্ধবিমান ভারতীয় বায়ুসেনার চাহিদা পূরণে একটি শক্তিশালী মাধ্যম হয়ে উঠবে।”

আরও পড়ুন: ‘ভারতীয়রা গিনিপিগ নয়’, কোভ্যাকসিনের বৈধতা নিয়ে কেন্দ্রকে তোপ কংগ্রেসের

দেশীয় ডিজাইনে তৈরি তেজাস এমকে-১এ হালকা যুদ্ধবিমানে অ্যাকটিভ ইলেকট্রনিক স্ক্যান অ্যারে র্যাডার, ইলেকট্রনিক ওয়ারফেয়ার স্যুট সহ অত্যাধুনিক নানা সরঞ্জাম রয়েছে। এছাড়াও জ্বালানি ফুরিয়ে গেলে আকাশেই ফের জ্বালানি ভরার ব্যবস্থাও রয়েছে এই অত্যাধুনিক যুদ্ধবিমানে।

যুদ্ধবিমানের পাশাপাশি বায়ুসেনার পরিকাঠামো উন্নয়নেরও অনুমোদন দেওয়া হয়েছে। এবার থেকে ডিউটি স্টেশনেই বিমানের মেরামতি করা যাবে। এরপলে একদিকে যেমন কঠিন পরিস্থিতিতে বিমান মেরামতির সময় কম লাগবে এবং যুদ্ধ বিমানের সংখ্যাও বৃদ্ধি পাবে।

আরও পড়ুন: আতঙ্ক বাড়াচ্ছে বার্ড ফ্লু, রাজধানীতে নিষিদ্ধ ডিম-মাংস