মে মাসের শেষেই দেশে আসতে পারে রাশিয়ার করোনা টিকা, দাম কত?
‘কোভিশিল্ড’ও ‘কোভ্যাক্সিন’-এর পাশাপাশি দেশে ‘স্পুটনিক-ভি’ পাওয়া গেলে স্বাভাবিক ভাবেই টিকার জোগান বাড়বে।
নয়া দিল্লি: ভারতের বাজারে মে মাসের শেষেই পৌঁছতে পারে রাশিয়ার করোনা টিকা ‘স্পুটনিক-ভি’(Sputnik V)। বৃহস্পতিবার এমনটাই জানালেন এ দেশে ওই টিকার উৎপাদনকারী সংস্থা হায়দরাবাদের ডক্টর রেড্ডি’স ল্যাবরেটরিজ। এদিন সংবাদ সংস্থা রয়টার্সকে ডক্টর রেড্ডি’স ল্যাবরেটরিজের মুখপাত্র জানান, আপাতত রাশিয়া থেকে ওই টিকা আমদানি করা হবে। পরে চলতি বছরের দ্বিতীয় ত্রৈমাসিক থেকে তা উৎপাদন হবে ভারতেই।
বুধবার সংশ্লিষ্ট সংস্থার ম্যানেজিং ডিরেক্টর জি ভি প্রসাদ ইঙ্গিত দিয়েছিলেন, আগামী মে-জুন মাসে দেশের বেসরকারি বাজারে রাশিয়ার টিকা আসার সম্ভাবনা প্রবল। আর বৃহস্পতিবার সংস্থার মুখপাত্র জানালেন, মে মাসের শেষেই ভারতে পৌঁছে যাবে ‘স্পুটনিক-ভি’।
মস্কোতে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত গত সপ্তাহে জানিয়েছিলেন, দেশে ‘স্পুটনিক-ভি’-র ডেলিভারি চলতি মাসে শুরু হবে বলে আশা করা হচ্ছে। তবে কোনও কারণবশতঃ তা মে মাসের শেষে পৌঁছবে বলে জানাচ্ছে ডক্টর রেড্ডি’স ল্যাবরেটরিজ।
এতদিনের যাবতীয় রেকর্ড ভেঙে দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৩ লাখ ১৪ হাজার ৮৩৫ জন। যা দেশের তথা বিশ্বের সর্বকালের সর্বাধিক সংক্রমণের রেকর্ড। পাশাপাশি বেড়েছে মৃতের সংখ্যাও। দেশে একদিনেই করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে ২, ১০৪ জনের। দেশ জুড়ে করোনা সংক্রমণের বাড়বাড়ন্ত রুখতে ১ মে থেকে সমস্ত প্রাপ্তবয়স্করা টিকা নিতে পারবেন বলে ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। তবে প্রতিদিন যে হারে সংক্রমণ বাড়ছে, তাতে ‘কোভিশিল্ড’ও ‘কোভ্যাক্সিন’-এর পাশাপাশি ‘স্পুটনিক-ভি’ পাওয়া গেলে স্বাভাবিক ভাবেই টিকার জোগান বাড়বে।
আরও পড়ুন: করোনা পরিস্থিতিতে অক্সিজেনের বিপুল চাহিদা, পরিস্থিতি পর্যালোচনায় বৈঠক নমোর
তবে ‘কোভিশিল্ড’-এর তুলনায় বেশ দামিই হবে রাশিয়ার টিকা। সরকারি এবং বেসরকারি হাসপাতালে ‘কোভিশিল্ড’-এর ১ ডোজের দাম যথাক্রমে ৪০০ এবং ৬০০ টাকা পড়ছে। সে জায়গায় রাশিয়ার টিকার দাম ৭০০-র আশেপাশে থাকবে বলে খবর। তবে ভারতে উৎপাদন শুরু হলে এই টিকার দামও একটু কমতে পারে বলে আশ্বাস দিয়েছেন ডক্টর রেড্ডি’স ল্যাবরেটরিজের মুখপাত্র।