Indian Economy: ‘বিশ্বের মধ্যে ভারতের অর্থনৈতিক বৃদ্ধির হার সবচেয়ে দ্রুত হবে’, বলছেন মার্কিন ধনকুবের

"যে দেশগুলি যুদ্ধ থেকে দূরে রয়েছে, সেগুলি উপকৃত হবে।"

Indian Economy: 'বিশ্বের মধ্যে ভারতের অর্থনৈতিক বৃদ্ধির হার সবচেয়ে দ্রুত হবে', বলছেন মার্কিন ধনকুবের
প্রতীকি ছবি।
Follow Us:
| Edited By: | Updated on: Feb 16, 2023 | 8:18 PM

নয়া দিল্লি: শ্রীলঙ্কার পর এবার দেউলিয়া হওয়ার পথে পাকিস্তান। আফগানিস্তান-সহ বিশ্বের অধিকাংশ দেশে মন্দার বাতাবরণ। এই পরিস্থিতিতে আশার আলো দেখাচ্ছে ভারত! আগামী বছরগুলিতে ভারতের অর্থনৈতিক বৃদ্ধির হার সর্বোচ্চ হবে। এমনই ভবিষ্যদ্বাণী করেছেন আমেরিকার ধনকুবের তথা ব্রিজওয়াটার অ্যাসোসিয়েটসের প্রতিষ্ঠাতা রে ডালিয়ো। ‘সরকার ও পরিবর্তনশীল বিশ্ব’ নামক এক অধিবেশনে সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি বলেন, “ভারতে সবচেয়ে বড় ও দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটবে। আগামী বছরগুলিতে ভারতের প্রবৃদ্ধির হার সর্বোচ্চ হবে।”

ভারতের ভবিষ্যৎ উজ্জ্বল

সম্প্রতি সরকার ও পরিবর্তনশীল বিশ্ব নামক অধিবেশনে সাক্ষাৎকার দেন রে ডালিয়ো। তিনি বলেন, “ভারতের ভবিষ্যৎ উজ্জ্বল। গত ১০ বছরের সমীক্ষার ভিত্তিতে যা দেখছি ভারতে অর্থনৈতিক বৃদ্ধির হার সর্বোচ্চ এবং দ্রুততম হবে। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ভারতে সবচেয়ে পরিবর্তন পরিলক্ষিত হবে।”

যুদ্ধ থেকে দূরে থাকা দেশগুলির উন্নতির প্রভূত সম্ভাবনা

মূলত, যে দেশগুলি যুদ্ধ থেকে দূরে রয়েছে, সেগুলির অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা রয়েছে বলেও দাবি জানান রে ডালিয়ো। এপ্রসঙ্গে আমেরিকা ও চিনকে একহাত নেন তিনি। বলেন, “আমেরিকা ও চিন ক্ষমতা নিয়ে মতভেদে লিপ্ত। অথচ একই সময়ে ভারত ন্যায্য দেশ হিসাবে ধরে রেখেছে। তাই আগামী বছরগুলিতে প্রবৃদ্ধির দিক থেকে আরও উপরে উঠে আসবে ভারত।” এর আগে সংযুক্ত আরব আমিরশাহির মন্ত্রী মহম্মদ বিন আবগুল্লাহ আল গেরগাওয়ারির সঙ্গে কথোপকথনের সময়ও বলেছিলেন, “যে দেশগুলি যুদ্ধ থেকে দূরে রয়েছে, সেগুলি উপকৃত হবে।”

ভারতের পরিস্থিতি বেশ মজার

ভারতের ব্যবসায়িক পরিবেশ প্রসঙ্গে মার্কিন ধনকুবের বলেন, “ভারতের পরিস্থিতি বেশ মজার। এখানে কিছু পরিবার ক্ষমতাশালী। এখানে ব্যবসার জন্য খুব বেশি খোলা এবং সহজ জায়গা নেই। তবু আগামী দিনে ভারতের প্রবৃদ্ধি ভাল হবে।” অন্যদিকে, ইউরোপ সম্পর্কে তাঁর মত, “ঘুরে দেখার জন্য এবং সৌন্দর্য উপভোগ করার জন্য ইউরোপ খুব ভাল জায়গা।”

প্রসঙ্গত, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন গত ১ ফেব্রুয়ারি সংসদে বাজেট পেশ করে বলেন, ২০২৩-২৪ সালে ভারতের মোট দেশজ উৎপাদন (GDP) বৃদ্ধি হবে ৬.৫ শতাংশ। এর আগে দেশের অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্য সঞ্জীব সান্যাল বলেছিলেন, ভারত কয়েক বছরে ৯ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করতে পারে।