টিমটিমে একটা আলো, আকাশে মাছির মতো ভনভন করছিল ‘ওটা’, বড় বিপদ থেকে রক্ষা করল সেনা
Suspicious Drone: অন্ধকারে দেখা না গেলেও, ড্রোনের হালকা আওয়াজ পেয়েই সতর্ক হয় সেনা। গুলি চালায় ড্রোন লক্ষ্য করে। এরপরও কিছুক্ষণ ভারতের আকাশসীমাতেই ঘুরে বেড়ায় ওই ড্রোন। শেষে সেনাবাহিনী আবার গুলি চালাতেই পাকিস্তানে ফিরে যায় ওই ড্রোন।
শ্রীনগর: ঘুটঘুটে অন্ধকার, রাতেই সীমান্তের ওপার থেকে চলছিল গোপন কাজ। কিন্তু সেনার নজর এড়াতে পারল না। জম্মু-কাশ্মীরের রাজৌরি জেলা থেকে, নিয়ন্ত্রণ রেখার কাছে পাকিস্তানি ড্রোনকে দেখতে পেয়েই গুলি চালাল সেনা। কিছুক্ষণ ভারতের আকাশসীমায় ওড়ার পর ফের পাকিস্তানে পালিয়ে যায় ওই ড্রোন। এলাকাজুড়ে তল্লাশি চালাচ্ছে সেনাবাহিনী।
ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে, রবিবার রাতে জম্মু-কাশ্মীরের রাজৌরি জেলার কাছে নিয়ন্ত্রণ রেখার উপর দিয়েই ভারতের আকাশসীমায় প্রবেশ করে একটি রহস্যজনক ড্রোন। অন্ধকারে দেখা না গেলেও, ড্রোনের হালকা আওয়াজ পেয়েই সতর্ক হয় সেনা। গুলি চালায় ড্রোন লক্ষ্য করে। এরপরও কিছুক্ষণ ভারতের আকাশসীমাতেই ঘুরে বেড়ায় ওই ড্রোন। শেষে সেনাবাহিনী আবার গুলি চালাতেই পাকিস্তানে ফিরে যায় ওই ড্রোন।
কেরি সেক্টরে চিরুণি তল্লাশি চালালেও, কোনও সন্দেহজনক বস্তু উদ্ধার হয়নি বলেই জানিয়েছে সেনাবাহিনী। মূলত ড্রোনের মাধ্যমে পাকিস্তান থেকে ভারতে অস্ত্রশস্ত্র ও মাদক পাচার করা হয়। তবে নিরাপত্তা বাহিনী জানিয়েছে, এই ধরনের যাবতীয় প্রচেষ্টা প্রতিহত করতে প্রস্তুত রয়েছেন তারা।
অন্যদিকে, শনিবার মধ্যরাতেও পুঞ্চ জেলার আলাহপীর এলাকার আকাশে রহস্যজনক একটি আলো দেখা গিয়েছিল। পুলিশ ও নিরাপত্তা বাহিনী গোটা এলাকা তল্লাশি চালালেও, কিছু মেলেনি।
পঞ্জাবের অমৃতসরে বিএসএফ চিনের তৈরি একটি ক্লাসিক ড্রোন উদ্ধার করেছে। ওই ড্রোন ব্যবহার করে মাদক পাচার করা হচ্ছিল বলেই সন্দেহ।