ফের দুর্ঘটনাগ্রস্ত ‘উড়ন্ত কফিন’, মাঝ সমুদ্রে ভেঙে পড়ল নৌসেনার মিগ-২৯কে, নিখোঁজ এক পাইলট
এই নিয়ে গত এক বছরে পরপর তিনটি মিগ-২৯কে সিরিজের যুদ্ধবিমান ভেঙে পড়ার ঘটনা ঘটল। দুর্ঘটনাগ্রস্ত হওয়াকে যেন 'নিয়ম' বানিয়ে ফেলেছে এই যুদ্ধবিমানগুলি।
TV9 বাংলা ডিজিটাল: আবারও দুর্ঘটনার কবলে পড়ল ‘উড়ন্ত কফিন’। ভারতীয় নৌসেনার (Indian Navy) একটি প্রশিক্ষণকারী মিগ-২৯কে (MIG 29K) বিমান বৃহস্পতিবার মাঝসমুদ্রে ভেঙে পড়েছে। বিমানে উপস্থিত দু’জন পাইলটের মধ্যে একজনকে উদ্ধার করা গেলেও আরেকজন এখনও নিখোঁজ। ঘটনার কারণ জানতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
Indian Navy helicopters, shore-based aircraft & ships looking for Cdr Nishant Singh, the pilot missing after yesterday’s MiG-29K crash in the Arabian Sea. . Via : @ShivAroor .#MiG29K #IndianNavy #Arabiansea @indiannavy pic.twitter.com/x80PTZdgY6
— Defence Squad (@Defence_Squad_) November 27, 2020
ভারতীয় বায়ুসেনার জন্য সর্বদাই মাথাব্যথার কারণ হয়ে থেকেছে মিগ সিরিজের যুদ্ধবিমানগুলি। রাশিয়ায় তৈরি এই যুদ্ধ বিমানগুলো দুর্ঘটনাগ্রস্ত হওয়ার খবর মেলে প্রায়শই। যে কারণে এখনও পর্যন্ত প্রচুর পাইলটের জীবন-সমাধি হয়েছে। এবার প্রশিক্ষণ চলাকালীন নিখোঁজ হলেন আরও এক পাইলট। উদ্ধারকারীরা তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে ঠিকই। তবে সময় গত গড়াচ্ছে নিখোঁজ পাইলটের উদ্ধার হওয়ার আশাও কমে আসছে। নৌসেনার তরফে বিবৃতি জারি করে বলা হয়, ‘বৃহস্পতিবার, ২৬ নভেম্বর বিকাল ৫টায় একটি মিগ ২৯কে বিমান সমুদ্রে ভেঙে পড়েছে। এই দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। একজন পাইলটকে উদ্ধার করা হয়েছে। দ্বিতীয় পাইলটের খোঁজ চলছে।’ নিখোঁজ পাইলটের নাম কমান্ডর নিশান্ত সিং বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: আশাতীত গতিতে চাঙ্গা হয়েছে অর্থনীতি, তবে সংক্রমণ বাড়লে ঝুঁকি রয়েছে: রিজার্ভ ব্যাঙ্ক গর্ভনর
এই নিয়ে গত এক বছরে পরপর তিনটি মিগ-২৯কে সিরিজের যুদ্ধবিমান ভেঙে পড়ার ঘটনা ঘটল। দুর্ঘটনাগ্রস্ত হওয়াকে যেন ‘নিয়ম’ বানিয়ে ফেলেছে এই যুদ্ধবিমানগুলি। এর আগে চলতি বছরেই ফেব্রুয়ারি মাসে গোয়ায় একই ভাবে প্রশিক্ষণ চলাকালীন ভেঙে পড়েছিল একটি যুদ্ধবিমান। নভেম্বর মাসেও একই ঘটনা ঘটেছিল সেই গোয়াতেই। যদিও দুই ঘটনায় অক্ষত ছিলেন পাইলটরা। তবে এবার এক পাইলট নিখোঁজ হওয়ার উদ্বেগ বেড়েছে নৌসেনা ও বায়ুসেনা উভয়ের।