Indian navy: আরব সাগরে অপহৃত জাহাজ-সহ ১৯ পাক নাবিককে উদ্ধার করল ভারতীয় নৌবাহিনী

Indian navy: আরব সাগরে সোমালিয়ার পূর্ব উপকূলে জলদস্যুদের হাত থেকে আরও একটি অপহৃত জাহাজ ছিনিয়ে আনল ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ আইএনএস সুমিত্র। ভারতীয় নৌবাহিনীর সাহায্যে উদ্ধার হলেন ১৯ জন পাক নাগরিক। খবরটি জানিয়ে টুইট করেছে নৌবাহিনী। জলদস্যুদের বিরুদ্ধে ৩৬ ঘণ্টার মধ্যে এটা ভারতীয় যুদ্ধজাহাজের দ্বিতীয় সফল অভিযান।

Indian navy: আরব সাগরে অপহৃত জাহাজ-সহ ১৯ পাক নাবিককে উদ্ধার করল ভারতীয় নৌবাহিনী
ভারতীয় নৌজাহাজের সাহায্য উদ্ধার অপহৃত পাক ভেসেল।Image Credit source: indian navy
Follow Us:
| Edited By: | Updated on: Jan 30, 2024 | 10:48 AM

কোচি: ফের আরব সাগরে জলদস্যুদের বিরুদ্ধে অভিযানে আরও একটি বড় সাফল্য পেল ভারতীয় নৌবাহিনী। এবার আরব সাগরে সোমালিয়ার পূর্ব উপকূলে জলদস্যুদের হাত থেকে আরও একটি অপহৃত জাহাজ ছিনিয়ে আনল ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ আইএনএস সুমিত্রা। ভারতীয় নৌবাহিনীর সাহায্যে উদ্ধার হলেন ১৯ জন পাক নাগরিক। খবরটি জানিয়ে টুইট করেছে নৌবাহিনী। টুইটারে বলা হয়েছে, জলদস্যুদের বিরুদ্ধে ৩৬ ঘণ্টার মধ্যে এটা ভারতীয় যুদ্ধজাহাজের দ্বিতীয় সফল অভিযান।

নৌবাহিনী সূত্রে খবর, ইরানি পতাকাবাহী মাছ ধরার ভেসেল আল নাঈমি সোমবার রাতে অপহরণ করে জলদস্যুরা। ১১ জন জলদস্যু-সহ এআই নইমি নামে একটি জাহাজ মাছ ধরার ভেসেলটি অপহরণ করে। অভিযান চালিয়ে অবশেষে ভেসেলটি জলদস্যুদের হাত থেকে ছিনিয়ে এনেছে ভারতীয় যুদ্ধজাহাজ আইএনএস সুমিত্রা। ভেসেলটিতে ১৫ জন নাবিক ছিলেন। সকলেই পাকিস্তানের নাগরিক। তাঁদেরও উদ্ধার করা হয়েছে। এছাড়া হামলাকারী জাহাজের ১১ জন জলদস্যুকেও পাকড়াও করা হয়েছে বলে নৌবাহিনীর মুখপাত্র জানিয়েছেন।

এর কয়েক ঘণ্টা আগে এমভি ইমান নামে আরও একটি ভেসেল এবং সেটির ১৭ জন ক্রু সদস্যকে উদ্ধার করে ভারতীয় যুদ্ধজাহাজ আইএনএস সুমিত্রা। ৩৬ ঘণ্টারও কম সময়ের মধ্যে আইএনএস সুমিত্রা জলদস্যুদের হাত থেকে দুটি ভেসেল ছিনিয়ে আনতে সমর্থ হল বলে ভারতীয় নৌবাহিনীর মুখপাত্র জানিয়েছেন।

গত কয়েক সপ্তাহ ধরেই আরব সাগরে হামলার শিকার হচ্ছে বিভিন্ন দেশের পণ্যবাহী জাহাজ। অপহৃত জাহাজ উদ্ধারে এবং জলদস্যুদের মোকাবিলায় ইতিমধ্যে আরব সাগরে রণতরী পাঠিয়েছে ভারত। গত সপ্তাহেও লাইবেরিয়ার পতাকা নিয়ে চলা ‘এমভি লিলা নরফো’ নামক পণ্যবাহী জাহাজটি জলদস্যুদের হাত থেকে উদ্ধার করে ভারতীয় যুদ্ধজাহাজ।