INS Kolkata: INS কলকাতার সামনে মাথা নোয়াতে বাধ্য হল জলদস্যুরা, ধরে আনা হল মুম্বইয়ে
Indian Navy: ভারতীয় নৌসেনার তরফে বিবৃতিতে জানানো হয়েছে, অপারেশন সংকল্পের অধীনে সোমালিয়ার উপকূলে অভিযান চালিয়ে আইএনএস কলকাতা জলদস্যুদের হাতে অপহৃত একটি জাহাজকে উদ্ধার করে। আটক করা হয় ৩৫ জন জলদস্যুকে। শনিবার মুম্বই বন্দরে আইএনএস কলকাতা এসে পৌঁছয়।
মুম্বই: ভারতীয় নৌসেনার হাতে কাবু সোমালিয়ার জলদস্যুরা। মাঝ সমুদ্রে মাল্টার পণ্যবাহী জাহাজ আইএনএস রুয়েন, যা অপহরণ করে নিয়েছিল সোমালিয়ার জলদস্যুরা, তাকে গত শনিবার উদ্ধার করে ভারতীয় নৌসেনার জাহাজ আইএনএস কলকাতা। ওই জাহাজ থেকে উদ্ধার করা হয়েছিল ১৭ জন ক্রু-কে। আত্মসমর্পণ করতে বাধ্য হয় ৩৫ জন জলদস্যু। এক সপ্তাহ বাদে, আজ শনিবার ওই জলদস্যুদের নিয়ে মুম্বইয়ে পৌঁছল আইএনএস কলকাতা। ধৃত জলদস্যুদের মুম্বই পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
ভারতীয় নৌসেনার তরফে বিবৃতিতে জানানো হয়েছে, অপারেশন সংকল্পের অধীনে সোমালিয়ার উপকূলে অভিযান চালিয়ে আইএনএস কলকাতা জলদস্যুদের হাতে অপহৃত একটি জাহাজকে উদ্ধার করে। আটক করা হয় ৩৫ জন জলদস্যুকে। শনিবার মুম্বই বন্দরে আইএনএস কলকাতা এসে পৌঁছয়। জলদস্যুদের মুম্বই পুলিশের হাতে তুলে দেওয়া হয়। জলদস্যুদের বিরুদ্ধে মেরিটাইম অ্যান্টি পাইরেসি অ্যাক্ট ২০২২-র অধীনে কড়া পদক্ষেপ করা হবে।
আরব সাগর ও গাল্ফ অব এডেনের সুরক্ষা ও অনুপ্রবেশ রোখার জন্যই মোতায়েন রয়েছে ভারতীয় নৌসেনা। এই অভিযানের নামই অপারেশন সংকল্প।
গত সপ্তাহের শনিবার, ১৫ মার্চ আইএনএস কলকাতা সাহায্যের মেসেজ পায়। আরব সাগরে মাল্টার এমভি রুয়েন সাহায্যের বার্তা পাঠায় সোমালিয়া উপকূল থেকে। ৪০ ঘণ্টা ধরে অভিযান চালিয়ে ভারতীয় নৌসেনার আইএনএস কলকাতা ওই জাহাজ থেকে ১৭ জন ক্রু-কে উদ্ধার করে। সাহায্য করতে আসে আইএনএস সুভদ্রাও। এরপর আজ, মুম্বই উপকূলে এসে পৌঁছল আইএনএস কলকাতা।