Indian Railway: শিয়ালদহ, আসানসোল-সহ বিভিন্ন স্টেশনে সস্তায় মিলবে লুচি, খিচুড়ি, জেনে নিন দাম
প্ল্যাটফর্মের যে জায়গায় সাধারণ কামরা দাঁড়ায় সেখানেই তৈরি করা হবে এই খাবারের কাউন্টার। যাতে সাধারণ কামরার যাত্রীরা সহজেই এখান থেকে খাবার কিনতে পারেন।
নয়াদিল্লি: এক্সপ্রেস ট্রেনের সাধারণ কামরার যাত্রীদের জন্য সুলভে খাবার বিক্রি করবে ভারতীয় রেল। সারা দেশের বিভিন্ন স্টেশনে বিক্রি করা হবে সস্তার খাবার। সম্প্রতি এ নিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রেলওয়ে বোর্ড। সেখানেই সস্তায় খাবার বিক্রির বিষয়টি জানানো হয়েছে। প্ল্যাটফর্মের যে জায়গায় সাধারণ কামরা দাঁড়ায় সেখানেই তৈরি করা হবে এই খাবারের কাউন্টার। যাতে সাধারণ কামরার যাত্রীরা সহজেই এখান থেকে খাবার কিনতে পারেন। বিভিন্ন রেলজোনের কিচেন ইউনিট বা জন আহার কেন্দ্র থেকে এই খাবার সরবরাহ করা হবে। প্ল্যাটফর্মের কোন স্থানে এই কেন্দ্রে তৈরি হবে তা ঠিক করবে সংশ্লিষ্ট জোনাল রেলওয়ে। প্রাথমিক ভাবে পরীক্ষামূলক ভাবে ৬ মাসের জন্য এই উদ্যোগ শুরু হবে।
কোন কোন খাবার থাকবে?
মাত্র ২০ টাকায় খাবার কিনতে পারবেন যাত্রীরা। ২০ টাকায় দেওয়া হবে সাতটি লুচি, আলু সব্জি এবং আচার। ২০ টাকা ছাড়াও স্ন্যাক মিল পাওয়া যাবে ৫০ টাকায়। স্ন্যাক মিলে থাকবে রাজমা-ভাত বা খিচুড়ি বা ছোটে বাটুরে বা পাও ভাজি বা মশালা দোসা। এলাকার ভিত্তিতে এই খাবারের পদ থাকবে রেলের মেনুতে।
কোন কোন স্টেশনে এই পরিষেবা মিলবে তার তালিকাও দিয়েছে রেল। দেশের বিভিন্ন রেল জোনের সব ডিভিশনেই গুরুত্বপূর্ণ স্টেশনে মিলবে এই পরিষেবা। এই তালিকায় রয়েছে, শিয়ালদহ, আসানসোল, দুর্গাপুর, খড়্গপুর, রামপুরহাটের মতো স্টেশন। উত্তরবঙ্গের নিউ কোচবিহার, নিউ আলিপুরদুয়ারের মতো স্টেশনেও থাকবে এই পরিষেবা। তা ছাড়াও কাটিহার, কামাখ্যা, বালেশ্বর, রাঁঁচীর মতো দেশের মোট ৬৪টি স্টেশনে প্রাথমিক ভাবে এই পরিষেবা শুরু করবে রেল।