Crocodiles: হরিদ্বারে লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে কুমির, চারপেয়কে ধরতে দল গঠন করল সরকার
Crocodiles: ভারী বৃষ্টির জেরে রীতিমতো বিপর্যস্ত হয়েছে প্রায় গোটা উত্তর ভারত। প্লাবন এবং ধসের জেরে জেরবার হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ড।
হরিদ্বার: রাস্তা দিয়ে ঘুরে বেড়াচ্ছে কুমির। একটি দুটি নয় একাধিক। যা দেখে শিউরে উঠছেন উত্তরাখণ্ডের লক্সর ও খানপুর এলাকার বাসিন্দারা। নতুন এই ভয় এখন গ্রাস করেছে স্থানীয় বাসিন্দাদের। জানা গিয়েছে, বন্যার জলে প্লাবিত হওয়া এলাকাগুলিতেই এখন ঘুরে বেড়াচ্ছে কুমিরগুলি।
ভারী বৃষ্টির জেরে রীতিমতো বিপর্যস্ত হয়েছে প্রায় গোটা উত্তর ভারত। প্লাবন এবং ধসের জেরে জেরবার হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ড। অতি ভারী বৃষ্টির কারণে প্লাবিত একাধিক এলাকা। বিপর্যস্ত জনজীবন। এই পরিস্থিতিতে কুমির আতঙ্ক ভবাচ্ছে বাসিন্দাদের।
সেই রাজ্যের বন দফতর জানিয়েছে, গঙ্গা এবং তার শাখা নদী-উপ নদী থেকে কুমিরগুলো ভেসে আসছে। আর প্লাবিত হয়ে ঢুকে পড়ছে লোকালয়ে। এ পর্যন্ত প্রায় এক ডজন কুমির ধরা পড়েছে জনবসতী পূর্ণ এলাকা থেকে। পরিস্থিতি হাতে বাইরে বেরিয়ে না সেই কারণে ২৫ জনের একটি দল গঠন করা হয়েছে। যাঁরা মূলত কুমির ধরার কাজ করছে।
স্থানীয় এক বাসিন্দা অমিত গিরি বলেন, “আমি নিজের চোখে দেখেছি একটি বড় কুমির বাথরুমে ঢুকে বসেছিল। খুব ভয় পেয়ে গিয়েছিলাম। পরে বন দফতরের কর্মীরা ওকে ধরে জঙ্গলে ছেড়ে দেয়।”
One of my friend has sent me this scary video of Residential area near Har ki pauri Haridwar…..#Uttarakhand #rain pic.twitter.com/SfzefOO6U1
— Pawan Tanwar (@pawantanwar) July 11, 2023