Gautam Adani: ‘বউ পালিয়ে যাবে…’, সাবধান করলেন গৌতম আদানি, হঠাৎ এ কথা কেন?
Work-Life Balance: সম্প্রতি একটি সাক্ষাৎকারে আদানি গ্রুপের প্রধান গৌতম আদানি বলেন, "যদি তোমার নিজের কাজ পছন্দ হয়, তবে কাজ ও ব্যক্তিগত জীবনের ভারসাম্য এমনিই বজায় থাকবে।"
মুম্বই: সাফল্য পেতে যুব প্রজন্মকে সপ্তাহে ৭০ ঘণ্টা কাজ করার পরামর্শ দিয়েছিলেন ইনফোসিস কর্তা নারায়ণ মূর্তি। সঙ্গে সঙ্গেই অনেকে প্রতিবাদ করেছিলেন, প্রশ্ন তুলেছিলেন ওয়ার্ক-লাইফ ব্যালেন্স নিয়ে। এবার পাল্টা জবাব দিলেন শিল্পপতি গৌতম আদানি। ঘণ্টার পর ঘণ্টা অফিসে সময় ব্যয় নয়, বরং ব্যক্তিগত জীবনে সময় দিতে বললেন। বললেন, “স্বামী যদি ৮ ঘণ্টার বেশি সময় ব্যয় করেন, তবে বউ পালিয়ে যাবে।”
সম্প্রতি একটি সাক্ষাৎকারে আদানি গ্রুপের প্রধান গৌতম আদানি বলেন, “যদি তোমার নিজের কাজ পছন্দ হয়, তবে কাজ ও ব্যক্তিগত জীবনের ভারসাম্য এমনিই বজায় থাকবে। আমার মতে, নিজে ব্যক্তিগতভাবে ওয়ার্ক-লাইফ ব্যালেন্স বলতে যা বোঝেন, তা অন্যদের উপরে চাপিয়ে দেওয়া উচিত নয়।”
পরিবারের সঙ্গে সময় কাটানোর প্রয়োজনীয়তা নিয়েও কথা বলেন গৌতম আদানি। তিনি বলেন, “সকলের উচিত পরিবারকে অত্যন্ত চার ঘণ্টা সময় দেওয়া উচিত। যদি ৮ ঘণ্টার বেশি সময় কাটাও অফিসে, তাহলে বউ ছেড়ে পালিয়ে যাবে।”
প্রসঙ্গত, গত বছরই ইনফোসিস কর্তা নারায়ণ মূর্তি বলেছিলেন যে আন্তর্জাতিক স্তরে যদি প্রতিযোগিতা করতে হয়, তবে যুব প্রজন্মের সপ্তাহে ৭০ ঘণ্টা কাজ রা উচিত। জাপান, জার্মানির কর্মপদ্ধতির উদাহরণ দিয়েছিলেন তিনি। সপ্তাহে ৬ দিন কাজ এবং নির্দিষ্ট সময়ের পরও অতিরিক্ত সময় থাকার পক্ষেই সওয়াল করেছিলেন নারায়ণ মূর্তি। তাঁর এই মন্তব্য ঘিরেই বিস্তর বিতর্ক হয়।