Naveen Patnaik conspiracy: ষড়যন্ত্রে অসুস্থ মুখ্যমন্ত্রী? তদন্ত করবে আমাদের সরকার: মোদী

Naveen Patnaik conspiracy: বুধবার (২৯ মে), ওড়িশার ময়ূরভঞ্জ জেলায় নির্বাচনী প্রচারে এসে বড় প্রশ্ন তুলে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন তিনি প্রতিশ্রুতি দেন, বিজেপি ওড়িশায় সরকার গঠন করলে, নবীন পট্টনায়কের আচমকা স্বাস্থ্যের অবনতির কারণ খুঁজে বের করার জন্য একটি কমিটি গঠন করবে। এর পিছনে কোনও ষড়যন্ত্র আছে বলে ইঙ্গিত দেন তিনি।

Naveen Patnaik conspiracy: ষড়যন্ত্রে অসুস্থ মুখ্যমন্ত্রী? তদন্ত করবে আমাদের সরকার: মোদী
ময়ুরভঞ্জের সবায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী Image Credit source: PTI
Follow Us:
| Updated on: May 29, 2024 | 3:49 PM

বারিপাদা: হঠাৎ করে কেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের স্বাস্থ্যের অবনতি হচ্ছে? এর পিছনে কি কোনও ষড়যন্ত্র রয়েছে? বুধবার (২৯ মে), ওড়িশার ময়ূরভঞ্জ জেলায় নির্বাচনী প্রচারে এসে বড় প্রশ্ন তুলে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন তিনি প্রতিশ্রুতি দেন, বিজেপি ওড়িশায় সরকার গঠন করলে, নবীন পট্টনায়কের আচমকা স্বাস্থ্যের অবনতির কারণ খুঁজে বের করার জন্য একটি কমিটি গঠন করবে। একটি বিশেষ লবি নবীন পট্টনায়ককে চালনা করছে বলে দাবি করে, প্রধানমন্ত্রী সন্দেহ প্রকাশ করেন, ওড়িশার মুখ্যমন্ত্রীর স্বাস্থ্যের অবনতির জন্য সম্ভবত এই লবির কোনও হাত আছে।

ওড়িশায় এবারের মতো শেষ ভোট প্রচারে এসে নরেন্দ্র মোদী বলেন, “আজকাল নবীন বাবুর শুভাকাঙ্ক্ষীরা বেশ চিন্তিত। গত এক বছরে নবীন বাবুর স্বাস্থ্যের এত অবনতি কীভাবে হল, ভাবছে তারা। গত কয়েক বছরে যখনই নবীন বাবুর ঘনিষ্ঠরা আমার সঙ্গে দেখা করেছেন, তাঁরা অবশ্যই নবীন বাবুর স্বাস্থ্য নিয়ে আলোচনা করেছেন। তাঁরা আমায় বলেছেন, নবীন বাবু এখন আর কিছুই নিজে নিজে করতে পারেন না। নবীন বাবুর ঘনিষ্ঠরা দীর্ঘদিন ধরেই মনে করেন, তাঁর স্বাস্থ্যের অবনতি হওয়ার পিছনে কোনও ষড়যন্ত্র থাকতে পারে। নবীন বাবুর এই অসুস্থতার পিছনে সত্যিই কি কোনও ষড়যন্ত্র রয়েছে? নবীন বাবুর নাম করে ওড়িশায় যে লবি ক্ষমতা ভোগ করছে, তারাই নবীন বাবুর স্বাস্থ্যের অবনতির জন্য দায়ী কিনা, তা জানার অধিকার আছে ওড়িশায় মানুষের। এই রহস্যের সমাধান হওয়া দরকার। ১০ জুনের পর, যখন বিজেপি ক্ষমতায় আসবে, কেন নবীন বাবুর স্বাস্থ্যের অবনতি হচ্ছে তা খতিয়ে দেখতে একটি বিশেষ কমিটি গঠন করা হবে।”

নবীন পট্টনায়কের স্বাস্থ্যের অবনতি নিয়ে সম্প্রতি একটি টুইট করেছিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। নবীন পট্টনায়কের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত বিজেডি নেতা ভিকে পান্ডিয়ানই তাঁকে চালনা করছেন বলে দাবি করেন হিমন্ত বিশ্ব শর্মা। এমনকী, ওডিশার মুখ্যমন্ত্রীর হাতের নড়াচড়াও পান্ডিয়ানই নিয়ন্ত্রণ করছেন বলে দাবি করেন তিনি। সোশ্যাল মিডিয়ায় অসমের মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের একটি ভিডিয়ো পোস্ট করেছেন। সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, এক জনসভায় বক্তৃতা দেওয়ার সময় নবীন পট্টনায়কের হাত কাঁপছে। ভিকে পান্ডিয়ান তাঁর কাঁপা হাতটি টেবিলের উপর রেখে দিচ্ছেন। হাতের কাঁপুনি গোপন করার চেষ্টা করছেন। এই ভিডিয়োটি শেয়ার করে, হিমন্ত বিশ্ব শর্মা লেখেন, “গভীর যন্ত্রণাদায়ক ভিডিয়ো। শ্রী ভি কে পান্ডিয়ানজি এমনকি নবীন বাবুর হাতের নড়াচড়াও নিয়ন্ত্রণ করছেন।”

নবীন পট্টনায়কের স্বাস্থ্য নিয়ে উদ্বেগের মধ্যে শোনা যাচ্ছে, তাঁর পর ওড়িশার মুখ্যমন্ত্রী তে পারেন পান্ডিয়ানই।ভিকে পান্ডিয়ান আদতে তামিলনাড়ুর বাসিন্দা তবে, তাঁর পড়াশোনা দিল্লিতে। পঞ্জাব ক্যাডারের আইএএস অফিসার হিসাবে কর্মজীবন শুরু করেন। এরপর, এক ওড়িয়া মহিলাকে বিয়ে করে ওড়িশা ক্যাডারে স্থানান্তরিত হয়েছিলেন। ওড়িশার রাজনীতিতে তাকে ‘বহিরাগত’ বলে আখ্যা দিয়েছে বিজেপি। এদিন প্রধানমন্ত্রী মোদীও পান্ডিয়ানের নাম না করে তাঁকে আক্রমণ করেছেন। তিনি বলেন, “পুরো ওড়িশা একজন ওড়িয়া মুখ্যমন্ত্রী চায়।” হিমন্ত বিশ্ব শর্মার অভিযোগের প্রতিক্রিয়া দিয়েছেন পান্ডিয়ান। তিনি বলেছেন, “বিজেপি অ-ইস্যুগুলিকে ইস্যুতে পরিণত করার জন্য সুপরিচিত। এখন, তারা আমার হাত নিয়ে আলোচনা করছে। তাদের এটি কৌশল কাজে আসবে না।”