Supreme Court: বাতিল করতে হবে সরকারি নির্দেশিকা, সুপ্রিম কোর্টের দ্বারস্থ ISIS ‘জঙ্গি
Supreme Court: গত বছরের ডিসেম্বরে তদন্তকারী সংস্থা এনআইএ দেশে আইএসআইএস-এর মডিউল ফাঁস করেছিল। সেই মামলায় সাকিব নাচানকে প্রধান অভিযুক্ত বলে চিহ্নিত করেছিল তদন্তকারী সংস্থা।
নয়া দিল্লি: সুপ্রিম কোর্টে ‘হাজির’ আইএস জঙ্গি। সরকারি নির্দেশিকা নিয়ে আপত্তি জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে সাকিব নাচান নামে ওই ব্যক্তি। সন্ত্রাসবাদের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল তাঁকে। দু’সপ্তাহ পর সেই আবেদনের শুনানি করবে সুপ্রিম কোর্ট। ওই আবেদনে সন্ত্রাসবাদীর আইনজীবী সরকারের জারি করা দুটি নোটিস বাতিলের দাবি জানিয়েছেন। কেন্দ্রীয় সরকার ‘ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড সিরিয়া’ এবং আরও একটি সংগঠনকে ‘সন্ত্রাসবাদী সংগঠন’ হিসেবে ঘোষণা করেছে। সেই নোটিস বাতিল করার আবেদন জানানো হয়েছে।
গত বছরের ডিসেম্বরে তদন্তকারী সংস্থা এনআইএ (NIA) দেশে আইএসআইএস-এর মডিউল ফাঁস করেছিল। সেই মামলায় সাকিব নাচানকে প্রধান অভিযুক্ত হিসেবে চিহ্নিত করেছিল তদন্তকারী সংস্থা। অভিযোগ ছিল, নাচান ভারতে আইএসআইএস-এর মডিউল পরিচালনা করতেন এবং যুবকদের সন্ত্রাসী সংগঠনে অন্তর্ভুক্ত করতেন।
সাকিব নাচান ছাড়াও এই মামলায় আরও অনেককে অভিযুক্ত করা হয়েছিল, যার মধ্যে রয়েছেন হাসিব জুবের মুল্লা, কাশিফ আবদুল সাত্তার বলের, সাইফ আতিক নাচান, রেহান আশফাক সুস, শাগাফ সফিক ডিভকার, ফিরোজ দস্তগীর কুয়ারি প্রমুখ।
তদন্তকারী সংস্থা জানিয়েছে যে এই অভিযুক্তরা আইএসআইএস-এর মহারাষ্ট্র মডিউলের সঙ্গে যুক্ত ছিল। এরা সক্রিয়ভাবে বিভিন্ন এলাকায় কাজ করছিল বলেও অভিযোগ। সেখান থেকেই দেশে হামলা চালানোর পরিকল্পনা করেছিল এরা।
এনআইএ জানিয়েছে যে অভিযুক্তরা থানের পাধা গ্রামকে একটি স্বাধীন এলাকা তথা আল-শাম হিসেবে ঘোষণা করেছিল, যার অর্থ এখানে শুধুমাত্র ইসলামের আইন প্রযোজ্য হবে। প্রাথমিকভাবে, এই মামলার তদন্ত করছিল দিল্লি পুলিশের স্পেশাল সেল। তবে তিন সন্ত্রাসীকে গ্রেফতারের পর কেন্দ্রীয় সরকার মামলাটি এনআইএ-র হাতে তুলে দেয়। ২০২৩ সালের নভেম্বরে এই মামলার তদন্ত শুরু হয়। অভিযুক্তদের বিরুদ্ধে UAPA-এর অধীনে মামলা নথিভুক্ত করে। দুই সপ্তাহ পর আইএস জঙ্গি সাকিব নাচানের আবেদনের শুনানি হবে সুপ্রিম কোর্টে।
বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি উজ্জ্বল ভুয়ার বেঞ্চে হবে মামলার শুনানি। তিহাড় জেল থেকে ভার্চুয়ালি হাজিরা দেবেন সাকিব নাচান।