Israel-Hamas conflict: কঠোরভাবে মানতে হবে আন্তর্জাতিক মানবিক আইন: ভারত
Israel-Hamas conflict: অরিন্দম বাগচি আরও জানিয়েছেন, রাষ্ট্রপুঞ্জের 'রিলিফ অ্যান্ড ওয়ার্কস' এজেন্সিতে (UNRWA) উল্লেখযোগ্য অবদান রাখে ভারত। এই ভাবেই ভারত দীর্ঘদিন ধরে প্যালেস্টাইন এবং প্যালেস্টাইনি উদ্বাস্তুদের সমর্থন করে আসছে। ২০০২ থেকে ২০২৩ এর মধ্যে রাষ্ট্রপুঞ্জের এই সংস্থায় ভারত মোট ২ কোটি ৯৫ লক্ষ মার্কিন ডলারের বেশি সাহায্য দান করেছে।
নয়া দিল্লি: গত মঙ্গলবার রাতে গাজার আল আহলি হাসপাতালে হামলার জেরে গোটা বিশ্বে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে। এরই মধ্যে বৃহস্পতিবার (১৯ অক্টোবর), আন্তর্জাতিক মানবিক আইন কঠোরভাবে পালনের আহ্বান জানাল ভারত। ইজরায়েল ও হামাসের মধ্যে চলমান যুদ্ধে অসামরিক নাগরিকদের হতাহতের ঘটনা এবং পশ্চিম এশিয়ার মানবিক পরিস্থিতি নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছে বিদেশ মন্ত্রক।
বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি বলেছেন, “আপনারা প্রধানমন্ত্রীর মন্তব্য, টুইট এবং বিবৃতি দেখেছেন। আমরা ইজরায়েলে ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার তীব্র নিন্দা করেছি। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে। প্যালেস্টাইনের বিষয়ে আমাদের দীর্ঘস্থায়ী অবস্থান রয়েছে। আমরা চাই, প্যালেস্টাইনের জন্য একটি নিরাপদ ও স্বীকৃত সীমান্তের সার্বভৌম, স্বাধীন এবং কার্যকর রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সরাসরি আলোচনা শুরু হোক। যাতে তারা ইজরায়েলের সঙ্গে শান্তিতে পাশাপাশি বসবাস করতে পারে।”
অরিন্দম বাগচি আরও জানিয়েছেন, রাষ্ট্রপুঞ্জের ‘রিলিফ অ্যান্ড ওয়ার্কস’ এজেন্সিতে (UNRWA) উল্লেখযোগ্য অবদান রাখে ভারত। এই ভাবেই ভারত দীর্ঘদিন ধরে প্যালেস্টাইন এবং প্যালেস্টাইনি উদ্বাস্তুদের সমর্থন করে আসছে। ২০০২ থেকে ২০২৩ এর মধ্যে রাষ্ট্রপুঞ্জের এই সংস্থায় ভারত মোট ২ কোটি ৯৫ লক্ষ মার্কিন ডলারের বেশি সাহায্য দান করেছে। আগে এই সংস্থায় ভারত বছরে ১২.৫ লক্ষ মার্কিন ডলার সাহায্য করত। ২০১৮ সালে এর পরিমাণ বাড়িয়ে ৫০ লক্ষ মার্কিন ডলার করা হয়েছে।
গাজার হাসপাতালে হামলায় বিপুল প্রাণহানির পর, এক্স হ্যান্ডেলে শোক প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার প্যালেস্তিনীয় প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে ফোন করে, প্যালেস্তিনীয়দের জন্য মানবিক সহায়তা পাঠানো বন্ধ করবে না ভারত, বলে আশ্বাস দিয়েছেন তিনি। এর মধ্যেই আন্তর্জাতিক মানবিক আইন কঠোরভাবে পালনের আহ্বান জানালেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র।
এদিকে, যুদ্ধ বিধ্বস্ত ইজরায়েল থেকে ভারতীয়দের দেশে ফিরিয়ে আনার জন্য চলতকি সপ্তাহেই ‘অপারেশন অজয়’ চালু করেছে ভারত। এদি অরিন্দম বাগচি জানিয়েছেন, এখনও পর্যন্ত প্রায় ১২০০ মানুষকে ইজরায়েল থেকে ভারতে ফিরিয়ে আনা হয়েছে। তার মধ্য়ে অধিকাংশই ভারতীয় নাগরিক হলেও, ১৮ জন নেপালি নাগরিকও আছেন। অরিন্দম বাগচি জানিয়েছেন, বিদেশ মন্ত্রক পরিস্থিতির উপর নজর রাখছে। চাহিদা থাকলে, অপারেশন অজয়ে উড়ানের সংখ্যা আরও বাড়ানো হতে পারে।
অন্যদিকে ইজরায়েলের পাশাপাশি, গাজা ভূখণ্ডেও চারজন ভারতীয় নাগরিক আটকে আছেন বলে জানিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র। যে গাজা ভূখণ্ডে গত ১৩দিন ধরে লাগাতার হামলা চালাচ্ছে ইজরায়েল। তবে, সেকানকার পরিস্থিতি বর্তমানে এতটাই খারাপ যে, এখন তাঁদের সেখান থেকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া একেবারেই সম্ভব নয় বলে জানিয়েছএন তিনি। এখনও পর্যন্ত ইজরায়েল-হামাস যুদ্ধে কোনও ভারতীয় মৃত্যুর খবর নেই বলে জানিয়েছে বিদেশ মন্ত্রক। তবে, গাজা ভূখণ্ডে এক ভারতীয় মহিলা আহত হয়েছেন বলে খবর রয়েছে। তাঁর অবস্থা অবশ্য এখন স্থিতিশীল।