Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ISRO: ইসরোর প্রথম সূর্যযান ‘আদিত্য L1’ কবে গন্তব্যে পৌঁছবে, জানাল ইসরো

Aditya-L1: মাস কয়েক ধরেই নির্দিষ্ট কক্ষপথে ঘুরতে-ঘুরতে সূর্যের বিভিন্ন সময়ের ছবি তুলে পাঠাচ্ছিল ইসরোর সৌরযান আদিত্য--L1। ইসরো প্রধান এস সোমনাথ জানান, আদিত্য-L1 একবার সফলভাবে গন্তব্যে পৌঁছতে পারলে আগামী ৫ বছর সূর্যের বিভিন্ন অবস্থা তুলে ধরতে সাহায্য করবে। ফলে সূর্য আমাদের জীবনযাত্রায় কীভাবে প্রভাব ফেলতে পারবে, সেটা বুঝতে সুবিধা হবে।

ISRO: ইসরোর প্রথম সূর্যযান 'আদিত্য L1' কবে গন্তব্যে পৌঁছবে, জানাল ইসরো
সঠিক পথেই এগোচ্ছে ইসরোর সৌরযান আদিত্য এল১।
Follow Us:
| Edited By: | Updated on: Dec 23, 2023 | 6:01 AM

বেঙ্গালুরু: চাঁদের মাটিতে সফলভালে অবতরণ করেছিল ইসরোর চন্দ্রযান প্রজ্ঞান রোভার ও বিক্রম। তারপরই সূর্যের খুঁটিনাটি জানতে ইসরো মহাকাশে পাঠায় সৌরযান ‘আদিত্য L1’। মাস কয়েক ধরেই নির্দিষ্ট কক্ষপথে ঘুরতে-ঘুরতে সূর্যের বিভিন্ন সময়ের ছবি তুলে পাঠাচ্ছিল আদিত্য। তবে সেটি কবে নির্ধারিত গন্তব্যে পৌঁছবে তা নিয়ে প্রশ্ন ছিল সকলের মনে। অবশেষে সেই প্রশ্নের নিরসন ঘটল। আদিত্য-র গন্তব্যে পৌঁছনোর দিনক্ষণ জানালেন ইসরো প্রধান।

শুক্রবার ইসরো প্রধান এস সোমনাথ জানান, ভারতের প্রথম সৌরযান ‘আদিত্য L1’ তার গন্তব্য ল্যাগ্রাঞ্জিয়ান পয়েন্টে (L1) পৌঁছবে, যা পৃথিবী থেকে ১.৫ মিলিয়ন কিলোমিটার দূরে অবস্থিত। আগামী ৬ জানুয়ারি, শুক্রবার সেই গন্তব্যে পৌঁছবে আদিত্য।

ইসরো প্রধান এস সোমনাথ জানান, আদিত্য-L1 একবার সফলভাবে গন্তব্যে পৌঁছতে পারলে আগামী ৫ বছর সূর্যের বিভিন্ন অবস্থা তুলে ধরতে সাহায্য করবে। ফলে সূর্য আমাদের জীবনযাত্রায় কীভাবে প্রভাব ফেলতে পারবে, সেটা বুঝতে সুবিধা হবে।

গত ২ সেপ্টেম্বর শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র (SDSC) থেকে সূর্যের দিকে যাত্রা শুরু করেছিল ‘আদিত্য L1’। নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে আদিত‌্যর প্রায় ১১০ দিন সময় লাগবে বলে আগেই জানিয়েছিল ইসরো। অর্থাৎ নতুন বছরের গোড়াতেই আদিত্য নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছবে বলে একপ্রকার স্পষ্ট হয়ে গিয়েছিল। এবার নির্দিষ্ট দিন জানালেন ইসরো চেয়ারম্যান।