ISRO Chief: চন্দ্রযান-৩ -র প্রকৃত চ্যালেঞ্জ কবে? জানালেন ইসরো প্রধান
Chandrayaan-3: চাঁদের বলয়ের ১০০ কিলোমিটারের মধ্যে প্রবেশ করাই এখন চন্দ্রযান-৩ -র প্রাথমিক লক্ষ্য বলে আগেই জানিয়েছিল ইসরো। সেই প্রক্রিয়া শুরু হবে বুধবার।
বেঙ্গালুরু: প্রথম পরীক্ষায় সফল হয়েছে চন্দ্রযান-৩ (Chandrayaan-3)। নির্বিঘ্নে চাঁদের কক্ষপথে প্রবেশ করেছে ইসরোর এই মহাকাশযান। বলয়ের মধ্য়ে ঢুকে প্রথম দর্শনও পেয়েছে। তবে পরবর্তী চ্যালেঞ্জ শুরু হচ্ছে বুধবার, ৯ অগস্ট। সেদিনই চাঁদের কাছাকাছি পৌঁছতে কক্ষপথের ১০০ কিলোমিটারের মধ্যে চন্দ্রযান-৩-র প্রবেশের প্রক্রিয়া শুরু হবে। তাই সেটা বড় চ্যালেঞ্জ বলে জানাচ্ছেন ইসরোর প্রধান (ISRO Chief) এস. সোমনাথ।
চন্দ্রযান-৩ চাঁদের কক্ষপথে প্রবেশের পর ৪৮ ঘণ্টা পেরিয়েছে। সোমবার অবশেষে এই বিষয়ে মুখ খুললেন ইসরো প্রধান। তাঁর মতে, চাঁদের কক্ষপথের ১০০ কিলোমিটার বলয়ের মধ্যে প্রবেশ করাই চন্দ্রযান-৩ -র বড় চ্যালেঞ্জ। তিনি বলেন, আগামী ৯ অগস্ট চাঁদের কক্ষপথের ১০০ কিলোমিটারের মধ্যে চন্দ্রযান-৩-র প্রবেশের প্রক্রিয়া শুরু হবে এবং চলবে ১৭ অগস্ট পর্যন্ত। স্বাভাবিকভাবেই এই সময়টা ইসরোর চন্দ্রযানের কাছে একটা বড় চ্যালেঞ্জ। তবে এখনও পর্যন্ত ভারতের এই তৃতীয় চন্দ্রযানের সামগ্রিক অবস্থা ভাল এবং বহাল তবিয়তে সেটি চাঁদের কক্ষপথে পাক খাচ্ছে বলে জানান ইসরো প্রধান।
প্রসঙ্গত, গত ১৪ জুলাই দুপুর ২টো ৩৫ মিনিটে শ্রীহরিকোটা থেকে উত্ক্ষেপণ হয় ইসরোর চন্দ্রযান-৩। ২২ দিন পর ৫ অগস্ট সন্ধ্যায় চাঁদের কক্ষপথে প্রবেশ করে এটি। তারপর ২৪ ঘণ্টার মধ্যেই ৬ অগস্ট, রবিবার চাঁদের প্রথম ছবি তুলে আনে ইসরোর এই চন্দ্রযান। চাঁদের বলয়ের ১০০ কিলোমিটারের মধ্যে প্রবেশ করাই এখন চন্দ্রযান-৩ -র প্রাথমিক লক্ষ্য বলে আগেই জানিয়েছিল ইসরো। সেই প্রক্রিয়া শুরু হবে বুধবার। সবকিছু ঠিক থাকলে আগামী ২৩ অগস্ট চাঁদের দক্ষিণ মেরুতে নামবে চন্দ্রযান-৩। এটির সফল ল্যান্ডিং হলে চাঁদের মাটিতে মহাকাশ যান পাঠানোর লক্ষ্যে সফল হবে ভারত।