PM Narendra Modi: জন ধন অ্যাকাউন্টের সংখ্যা ছাড়াল ৫০ কোটি, ‘তাৎপর্যপূর্ণ মাইলফলক’ বললেন প্রধানমন্ত্রী

PMJDY: জন ধন যোজনা প্রকল্পের সমস্ত অ্যাকাউন্টে মোট অর্থরাশি জমার পরিমাণ ২.০৩ লক্ষ কোটি এবং প্রায় ৩৪ কোটি রুপে কার্ড ইস্যু হয়েছে। ৫৫ কোটি অ্যাকাউন্টে DBT-র সুবিধা রয়েছে।

PM Narendra Modi: জন ধন অ্যাকাউন্টের সংখ্যা ছাড়াল ৫০ কোটি, 'তাৎপর্যপূর্ণ মাইলফলক' বললেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী নরেন্দ্রে মোদী।
Follow Us:
| Edited By: | Updated on: Aug 19, 2023 | 7:12 PM

নয়া দিল্লি: দেশের প্রতিটি নাগরিককে আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে এবং সঞ্চয়ের ক্ষেত্রে ব্যাঙ্কিং ব্যবস্থার আওতায় নিয়ে আসতে ‘প্রধানমন্ত্রী জন ধন যোজনা’ (PMJDY) প্রকল্পের ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০১৪ সালে প্রধানমন্ত্রী হওয়ার পরই এই প্রকল্প চালু করেন তিনি। শুধু প্রকল্প ঘোষণা নয়, কেন্দ্রীয় সরকারের তরফে এই অ্যাকাউন্টে বিভিন্ন প্রকল্পের অধীনে সরাসরি অর্থ স্থানান্তর অর্থাৎ DBT (ডায়রেক্ট বেনিফিট ট্রান্সফার)-এর ব্যবস্থা করা হয়। গত ৯ বছরে এই জন-ধন অ্যাকাউন্টের সংখ্যা ৫০ কোটির সংখ্যা টপকে গিয়েছে। শনিবার বিষয়টি টুইটারে উল্লেখ করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এটা ‘তাৎপর্যপূর্ণ মাইলফলক’ বলেও টুইটারে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী (PM Narendra Modi)।

এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জন-ধন অ্যাকাউন্টের সংখ্যা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে পিআইবি-র পরিসংখ্যান তুলে ধরেছেন। সেই পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে দেশে জন-ধন অ্যাকাউন্টের সংখ্যা ৫০ কোটি ছাড়িয়েছে। যার মধ্যে ৫৬ শতাংশ অ্যাকাউন্ট মহিলাদের এবং গ্রামীণ অথবা শহরতলী এলাকায় ৬৭ শতাংশ অ্যাকাউন্ট খোলা হয়েছে। তাঁর এই প্রকল্প যে দেশের কোণায়-কোণায় পৌঁছে গিয়েছে, তা এই পরিসংখ্যানে স্পষ্ট বলে টুইটারে উচ্ছ্বাস প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

টুইটারে কী লিখেছেন প্রধানমন্ত্রী?

জন-ধন যোজন্যার ব্যাপ্তি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখেছেন, “এটা দেখে আনন্দিত যে, অর্ধেকের বেশি অ্যাকাউন্ট আমাদের নারী শক্তির। ৬৭ শতাংশ অ্যাকাউন্ট গ্রামীণ এবং শহরতলী এলাকায় খোলা হয়েছে। আমরা দেশের প্রতিটি কোণায় আর্থিক অন্তর্ভুক্তির সুবিধা পৌঁছে দেওয়ার ব্যাপারে নিশ্চিত করছি।”

প্রসঙ্গত, ২০১৪ সালের ২৮ অগস্ট জন-ধন যোজনা প্রকল্পটি চালু করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অর্থমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গত ৯ বছরে অর্থাৎ চলতি বছরের ৯ অগস্ট পর্যন্ত জন-ধন অ্যাকাউন্টের সংখ্যা ৫০ কোটির সংখ্যা টপকে গিয়েছে। এই প্রকল্পের সমস্ত অ্যাকাউন্টে মোট অর্থরাশি জমার পরিমাণ ২.০৩ লক্ষ কোটি এবং প্রায় ৩৪ কোটি রুপে কার্ড ইস্যু হয়েছে। ৫৫ কোটি অ্যাকাউন্টে DBT-র সুবিধা রয়েছে।