Jaya Bachchan Video: ‘স্কুলছাত্র নই’, ফের চটলেন জয়া, ব্যাকফুটে ধনখড়

Jaya Bachchan Video: মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) রাজ্যসভায় প্রশ্নোত্তর পর্ব চলাকালীন অসামরিক বিমান পরিবহণের বিষয়ে একটি প্রশ্ন করেছিলেন জয়া বচ্চন। কিন্তু, সেই প্রশ্ন তখনকার মতো এড়িয়ে যাওয়া হয়। এই নিয়ে জয়া বচ্চন, কংগ্রেস সাংসদ দীপেন্দর সিং হুডা-সহ বিরোধী দলের অন্যান্য সাংসদরা উঠে দাঁড়িয়ে প্রতিবাদ জানান। এরপরই রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়কে কড়া জবাব দেন জয়া বচ্চন।

Jaya Bachchan Video: 'স্কুলছাত্র নই', ফের চটলেন জয়া, ব্যাকফুটে ধনখড়
রাজ্যসভায় জগদীপ ধনখড়কে কড়া জবাব জয়া বচ্চনেরImage Credit source: Twitter
Follow Us:
| Updated on: Feb 06, 2024 | 9:26 PM

নয়া দিল্লি: ফের খেপে গেলেন সমাজবাদী পার্টির সাংসদ তথা অভিনেত্রী জয়া বচ্চন। সংসদে বাজেট অধিবেশন চলছে। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) রাজ্যসভায় প্রশ্নোত্তর পর্ব চলাকালীন অসামরিক বিমান পরিবহণের বিষয়ে একটি প্রশ্ন করেছিলেন জয়া বচ্চন। কিন্তু, সেই প্রশ্ন তখনকার মতো এড়িয়ে যাওয়া হয়। এই নিয়ে জয়া বচ্চন, কংগ্রেস সাংসদ দীপেন্দর সিং হুডা-সহ বিরোধী দলের অন্যান্য সাংসদরা উঠে দাঁড়িয়ে প্রতিবাদ জানান। তাঁদের নিজ নিজ আসন গ্রহণ করতে বলেছিলেন রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। তাতেই মেজাজ হারান জয়া। কড়া ভাষায় জবাব দেন উপরাষ্ট্রপতিকে। তিনি জানান, বিষয়টি বুঝিয়ে বললেই বিরোধী সাংসদরা বুঝতে পারতেন। তাঁরা স্কুলে পড়া শিশু নন। তিনি আরও বলেন, সাংসদদের সঙ্গে শ্রদ্ধার সঙ্গে ব্যবহার করা উচিত।

কী বলেছিলেন উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়? বিরোধী সাংসদদের আসন গ্রহণ করতে বলে তিনি জানিয়েছিলেন, প্রশ্নটি এড়িয়ে যাওয়া হয়নি। পরে তার জবাব দেওয়া হবে। এরপরও কংগ্রেসের দীপেন্দর সিং হুডা যখন প্রতিবাদ জানাতে থাকেন, তখন জগদীপ ধনখড় বলেন, “আপনি তাঁর (জয়া বচ্চনের) মুখপাত্র নন। তিনি নিজেই একজন অত্যন্ত সিনিয়র সাংসদ। আপনার তাঁকে সমর্থন করার প্রয়োজন নেই। তিনি রাজ্যসভার অত্যন্ত সিনিয়র সদস্য।” কিন্তু পরিস্থিতির উন্নতি হয়নি। এরপর, পরিস্থিতি সামাল দিতে, জগদীপ ধনখড় জানান, ১৮ নম্বর প্রশ্নটি, অর্থাৎ যেটা বাদ দেওয়া হয়েছিল, তার উত্তর নেওয়া হবে ১৯ নম্বর প্রশ্নের উত্তর সম্পূর্ণ হওয়ার পর। তিনি বলেন, “এক মিশ্র পদ্ধতিতে এই প্রশ্নের উত্তর নেওয়া হবে। জয়া বচ্চনজি একজন অত্যন্ত সিনিয়র সদস্য এবং এই বিষয়ে যদি তাঁর আবেগ থাকে, আমি একে গুরুত্ব দিতে বাধ্য।”

১৯ নম্বর প্রশ্নের উত্তর সম্পূর্ণ হওয়ার পর, জয়া বচ্চনকে দ্বিতীয়বার প্রশ্নটি করার নির্দেশ দেন রাজ্যসভার চেয়ারম্যান। তিনি বলেন, “আমি জয়া বচ্চনজিকে তাঁর প্রশ্নটি করতে অনুরোধ করছি। জয়াজি আপনি একজন অত্যন্ত সিনিয়র সদস্য। এর বাইরেও দেশে আপনার কথা মান্য করা হয়। আপনি আমাদের সকলকে আনন্দ দিয়েছেন। আমি নিশ্চিত, আপনার মতো একজন দুর্দান্ত অভিনেতা অবশ্যই জীবনে অনেকবার রিটেক নিয়েছেন।”

তাঁর বক্তব্য কিন্তু খুব ভালভাবে নেননি সমাজবাদী পার্টির সাংসদ। জগদীপ ধনখড়কে এক প্রকার থামিয়ে দিয়েই জয়া বচ্চন জানান ডেপুটি চেয়ারম্যানকে তিনি অত্যন্ত শ্রদ্ধা করেন। কিন্তু রাজ্যসভায় তাঁকে কথা বলার অনুমতি দেওয়া উচিত। তিনি বলেন, “আপনি বা ডেপুটি চেয়ারম্যান আমাদের বসতে বললে আমরা অবশ্যই বসব। কিন্তু, অন্য কোনও সদস্য যদি আমাদের দিকে ইশারা করে বসতে বলে, আমরা তা করব না। প্রশ্ন করা আমাদের অধিকার। আপনি যদি আমাদের বলেন যে আপনি কোনও একটি প্রশ্ন নিতে পারবেন না, বা, এখন কোনও সমস্যা আছে এবং প্রশ্নটা পরে নেওয়া হবে, তাহলে আমরা বুঝি। আমরা স্কুলছাত্র নই। তবে আমাদের যথাযথ সম্মান দিতে হবে।”

একটু ব্যাকফুটে গিয়েই জগদীপ ধনখড় বলেন, “আপনার মতামত আমি গ্রহণ করলাম। আমার মনে হয়, এই বিষয়ে কেউ আপনার সঙ্গে দ্বিমত হবেন না। সভাকে নিয়মের অধীনে রাখতে হবে। আমি নিশ্চিত যে সবাই নিয়ম মেনেই চলবেন। সবকিছুই হতে হবে সভাপতির মাধ্যমে।”