Vande Bharat Express: বন্দে ভারতে খাবারের প্লেটে মরা আরশোলা, যাত্রীর তোলা ছবি ভাইরাল

Vande Bharat Express: অভিযোগ সামনে আসার পর দ্রুত সাড়া দিয়েছে আইআরসিটিসি। ওই যাত্রীর কাছে ক্ষমাও চেয়ে নিয়েছে এমন একটি খারাপ অভিজ্ঞতার জন্য। বিষয়টা তৎপরতার সঙ্গে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে আইআরসিটিসি-র তরফে। জরিমানাও ধার্য করা হবে। তবে বারবার একই রকম ঘটনায় উঠছে প্রশ্ন।

Vande Bharat Express: বন্দে ভারতে খাবারের প্লেটে মরা আরশোলা, যাত্রীর তোলা ছবি ভাইরাল
খাবারের থালায় মরা আরশোলাImage Credit source: twitter
Follow Us:
| Updated on: Feb 06, 2024 | 9:22 PM

নয়া দিল্লি: বন্দে ভারত ট্রেন চালু হওয়ার পর থেকেই সাধারণ মানুষের আগ্রহ বেড়েছে ওই ট্রেনকে ঘিরে। বিভিন্ন রুটে চলা এই ট্রেনের যাত্রীর সংখ্যাও বাড়ছে দিনে দিনে। তবে সেই বন্দে ভারতেই ফের বিভ্রাট। এই ট্রেনে সাধারণত প্রাতঃরাশ বা মধ্যাহ্ন ও নৈশভোজের খাবার দেওয়া হয় যাত্রীদের। রেলের খাবার যে অভিযোগ আগে ওঠেনি তা নয়, তবে বন্দে ভারতের খাবারে থালায় যে এমন একখানা মরা আরশোলা দেখতে পাবেন, তা আশা করেননি যাত্রী। তাই দ্রুত ছবি তুলে তিনি পোস্ট করে দেন টুইটারে। কিছুক্ষণের মধ্য়েই ভাইরাল হয়ে যায় সেই ছবি। অভিযোগকারী যাত্রীর নাম ড. শুভেন্দু কেশরী। ঘটনায় ক্ষমাও চেয়েছে আইআরসিটিসি।

ওই যাত্রী রানি কমলাপতি থেকে জব্বলপুরের দিকে যাচ্ছিলেন। তাঁকে একটি আমিষ থালি দেওয়া হয়েছিল। সেই খাবারেই মেলে মরা আরশোলা। শুধু ছবি তুলেই থামেননি ওই যাত্রী, জব্বলপুর স্টেশনে একটি অভিযোগও লিখিত আকারে জানিয়েছেন তিনি।

অভিযোগ সামনে আসার পর দ্রুত সাড়া দিয়েছে আইআরসিটিসি। ওই যাত্রীর কাছে ক্ষমাও চেয়ে নিয়েছে এমন একটি খারাপ অভিজ্ঞতার জন্য। বিষয়টা তৎপরতার সঙ্গে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে আইআরসিটিসি-র তরফে। জরিমানাও ধার্য করা হবে।

তবে এমন ঘটনা এটাই প্রথমবার ঘটল না। ২০২৩-এর জুলাই মাসে রুটিতে আরশোলার ছবি পোস্ট করেছিলেন এক যাত্রী। ভোপাল থেকে গোয়ালিয়র যাওয়ার বন্দে ভারত এক্সপ্রেসে ওই ঘটনা ঘটেছিল।