Newborn Sold: সন্তানের জন্ম দিয়ে মৃত্যু মায়ের, নবজাতককে বিক্রি করল দুই ধাত্রী
ঘটনা নিয়ে পশ্চিম সিংভূমের পুলিশ সুপার আশুতোষ শেখর জানিয়েছেন, মনোহরপুরের বাসিন্দা মুন্নি চাম্পিয়া সম্প্রতি একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন। দুই ধাত্রী হাসপাতালে নিয়ে যাওয়ার বদলে বাড়িতেই সেই ডেলিভারি করেছিলেন। ৩০ সেপ্টেম্বর সন্তানের জন্ম দেওয়ার পর ১ অক্টোবর মৃত্যু হয় তাঁর। ওই নবজাতককে সেরাইকেলা-খারসোয়ান জেলার চান্দিলের বাসিন্দা গুড্ডি গুপ্তা নামের এক মহিলার কাছে দুই ধাত্রী বিক্রি করে দেন বলে অভিযোগ।
সিংভূম: সন্তানের জন্ম দেওয়ার পর মৃত্যু হয়েছিল মায়ের। সেই সুযোগে নবজাতককে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল দুই ধাত্রীর বিরুদ্ধে। এই ঘটনায় তিন মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। সম্প্রতি ঘটনার কথা জানিয়েছে পুলিশ। ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলায়।
ঘটনা নিয়ে পশ্চিম সিংভূমের পুলিশ সুপার আশুতোষ শেখর জানিয়েছেন, মনোহরপুরের বাসিন্দা মুন্নি চাম্পিয়া সম্প্রতি একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন। দুই ধাত্রী হাসপাতালে নিয়ে যাওয়ার বদলে বাড়িতেই সেই ডেলিভারি করেছিলেন। ৩০ সেপ্টেম্বর সন্তানের জন্ম দেওয়ার পর ১ অক্টোবর মৃত্যু হয় তাঁর।
এর পর ওই নবজাতককে সেরাইকেলা-খারসোয়ান জেলার চান্দিলের বাসিন্দা গুড্ডি গুপ্তা নামের এক মহিলার কাছে দুই ধাত্রী বিক্রি করে দেন বলে অভিযোগ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত দুই ধাত্রীর নাম সাধনা সাহু এবং চান্দু চাম্পিয়া। কিন্তু শিশুটিকে গুড্ডির কাছে বিক্রির পর কেউই এ ব্যাপারে কিছু জানতে পারেননি। কিন্তু মা-হারা ওই নবজাতক গুড্ডির কাছে গিয়ে একটানা কেঁদে যাচ্ছিলেন। কিছুতেই তার কান্না থামাতে পারেননি গুড্ডি। তাই সেই নবজাতককে দুই ধাত্রীর কাছে ফেরত দিতে আসেন গুড্ডি। সেই সময় বাচ্চার কান্নার আওয়াজে বিষয়টি নিয়ে জটিলতা তৈরি হয়। তখন প্রশাসন ব্যবস্থা নেওয়া শুরু করে এবং এই ঘটনা সামনে আসে।
সাধনা, চান্দু এবং গুড্ডিকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সন্তানের জন্ম দেওয়ার পর মৃত্যু হওয়া মুন্নির বাবা-মা নেই। বাবা-মায়ের মৃত্যুর পর তিনি মামার বাড়িতে থাকতেন এবং অবিবাহিত ছিলেন তিনি।