DY Chandrachud : তাঁর উত্তরসূরি কে? ডিওয়াই চন্দ্রচূড়ের নাম প্রস্তাব প্রধান বিচারপতি ললিতের

DY Chandrachud : দেশের ৫০ তম প্রধান বিচারপতি হচ্ছেন জাস্টিস ডিওয়াই চন্দ্রচূড়। মঙ্গলবার তাঁর নাম প্রস্তাব করেছেন প্রধান বিচারপতি উদয় উমেশ ললিত।

DY Chandrachud : তাঁর উত্তরসূরি কে? ডিওয়াই চন্দ্রচূড়ের নাম প্রস্তাব প্রধান বিচারপতি ললিতের
ছবি সৌজন্যে : টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Oct 11, 2022 | 7:59 PM

নয়া দিল্লি : ভারতের প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করার কয়েক দিনের মধ্যেই নিজের উত্তরসূরীর নাম প্রস্তাব করলেন দেশের প্রধান বিচারপতি উদয় উমেশ ললিত। পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে তিনি বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নাম প্রস্তাব করেছেন। মঙ্গলবার সকালেই তিনি এই সংক্রান্ত একটি চিঠি বিচারপতি চন্দ্রচূড়কে দিয়েছেন। সুপ্রিম কোর্টের অন্যান্য বিচারপতিদের উপস্থিতিতে এই চিঠি দেন বিচারপতি ইউইউ ললিত। সেই চিঠিতে পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে তাঁকে উল্লেখ করা হয়েছে।

এদিকে বিচারপতি ললিত এই বিষয়ে কেন্দ্রীয় আইনমন্ত্রীকেও চিঠি লিখে জানাবেন বলে জানা গিয়েছে। গত সপ্তাহেই কেন্দ্রীয় সরকারের তরফে তাঁর কাছে পরবর্তী প্রধান বিচারপতির নাম জানতে চাওয়া হয়েছিল। উল্লেখ্য, গত এন ভি রমণের পর গত অগাস্ট মাসেই প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন বিচারপতি ইউ ইউ ললিত। তবে এই পদে তাঁর মেয়াদ মাত্র তিনমাসই। আগামী ৮ নভেম্বরই প্রধান বিচারপতি পদে তাঁর মেয়াদ শেষ হচ্ছে। তার আগেই নিজের উত্তরসূরির নাম প্রস্তাব করলেন বিচারপতি ললিত। আর বিচারপতি ললিতের পর দেশের ৫০ তম প্রধান বিচারপতি হবেন ডিওয়াই চন্দ্রচূড়।

এদিকে প্রধান বিচারপতি নিযুক্ত হলে সেই পদে বিচারপতি চন্দ্রচূড়ের মেয়াদ শেষ হবে ২০২৪ সালের ১০ নভেম্বর। এর আগে বিচারপতি চন্দ্রচূড় ১৯৯৮ সালে ভারতের অতিরিক্ত সলিসিটর জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এলাহাবাদ হাই কোর্টের প্রধান বিচারপতি হিসেবে তিনি ২০১৩ সালে শপথ গ্রহণ করেছিলেন। বম্বে হাইকোর্টেও তিনি ওকালতি করেছিলেন। ২০১৬ সালে তিনি সুপ্রিম কোর্টের বিচারপতি পদে উন্নীত হন।