Bengaluru Accident: খুলে গেল গাড়ির দরজা, স্কুটার নিয়ে ধাক্কা মেরে ছিটকে গেলেন মহিলা, তারপর যা হল দেখুন ভিডিয়োতে

Viral Video: ভিডিয়োতে দেখা গিয়েছে, রাস্তার পাশের পার্কিংয়ে একটি এসইউভি দাঁড়িয়ে ছিল। রাস্তা দিয়ে স্কুটারে করে আসছিলেন এক মহিলা।

Bengaluru Accident: খুলে গেল গাড়ির দরজা, স্কুটার নিয়ে ধাক্কা মেরে ছিটকে গেলেন মহিলা, তারপর যা হল দেখুন ভিডিয়োতে
ছবি: টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Oct 11, 2022 | 1:07 PM

বেঙ্গালুরু: কর্নাটকের রাজধানী বেঙ্গালুরুতে এক ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটেছে, যা মাঝরাস্তায় গাড়ি দরজা খোলার আগে সামনে থাকা আয়নার গুরুত্ব আরও একবার মনে করিয়ে দিয়েছে। কর্নাটক স্টেট রোড সেফটি অথোরিটির টুইটার পেজ থেকে শেয়ার করা একটি ভিডিয়োতে দেখা গিয়েছে, ব্যস্ত রাস্তায় গাড়ির দরজায় ধাক্কা খেয়ে এক মহিলা দূরে ছিটকে পড়ে গিয়েছেন। গতমাসে এই ঘটনাটি ঘটেছে বলেই জানা গিয়েছে।

ভিডিয়োতে দেখা গিয়েছে, রাস্তার পাশের পার্কিংয়ে একটি এসইউভি দাঁড়িয়ে ছিল। রাস্তা দিয়ে স্কুটারে করে আসছিলেন এক মহিলা। এসইউভি গাড়ির সামনে আসতেই হঠাৎ করে গাড়ির দরজা খুলে যায়, এবং স্কুটারে সঙ্গে ধাক্কা লেগে ওই মহিলা রাস্তায় ছিটকে পড়ে যান। তখনই অন্য আরেকটি গাড়ি মহিলার ওপর দিয়ে চলে যায়। যদিও সেই গাড়ির চালক সঙ্গে সঙ্গে গাড়ি দাঁড় করিয়ে দিয়েছিলেন। গাড়ি থামা মাত্রই পথচারীরা ওই মহিলাকে সাহায্য করতে এগিয়ে যান, এবং সেখানে ভিডিয়োটি শেষ হয়ে যায়।

ভিডিয়োটি শেয়ার করার পাশাপাশি ওই টুইটে লেখা হয়েছে, “রাস্তায় গাড়ির দরজা খোলার আগে, আয়না দেখে নিন যে পিছন থেকে কোনও গাড়ি আসছে কি না, তবে পথ দুর্ঘটনা এড়িয়ে যাওয়া সম্ভব হবে। সব সময় সাবধান থাকুন।” জানা গিয়েছে, ২৪ সেপ্টেম্বর এই দুর্ঘটনা ঘটেছে। বেশিরভাগ টুইটার ব্যবহারকারী দুর্ঘটনার জন্য ট্রাফিক পুলিশের গাফিলতি ও পথে থাকা গর্তকেই দায়ী করেছেন। তবে ভিডিয়ো দেখে বোঝা যায়নি যে ওই মহিলা কতটা আঘাত পেয়েছেন বা পুলিশ কোনও পদক্ষেপ করেছে কিনা।