Pak Fishermen: গুজরাত উপকূলে বিএসএফের হাতে গ্রেফতার দুই পাক মৎস্যজীবী
BSF: প্রায় ৯০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে অভিযানে নামে বিএসএফ। এর পরই বিএসএফ জওয়ানরা গ্রেফতার করে দুই মৎস্যজীবীকে।
আহমেদাবাদ: গুজরাত উপকূল থেকে দুই পাকিস্তানি জেলে ধরা পড়ল বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর হাতে। মঙ্গলবার বিএসএফ গ্রেফতারির বিষয়টি জানিয়েছে। গুজরাতের কছ জেলার উপকূল এলাকায় ভারত-পাকিস্তান সীমান্তের কাছ থেকেই পাকিস্তানের জেলেদের গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে, সোমবার থেকে উপকূলের কাছে হরমি নালা এলাকায় ৬টি মাছধরা নৌকার উপর নজর রাখছিল এয়ার ফোর্স স্টেশন। ৬টি নৌকার গতিবিধি নিয়ে সন্দেহ হওয়াতেই সোমবার থেকে চালানো হচ্ছিল নজরদারি। নৌকায় জেলেদের গতিবিধি দেখেও সন্দেহ হওয়ায় সেখানে অভিযানে নামে ভুজ সেক্টরের বিএসএফের জওয়ানরা। প্রায় ৯০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে অভিযানে নামে বিএসএফ। এর পরই বিএসএফ জওয়ানরা গ্রেফতার করে দুই মৎস্যজীবীকে। সেখানে এখনও অভিযান চলছে বলে জানানো হয়েছে বিএসএফের তরফে।
Gujarat | Border Security Force (BSF) apprehended two Pakistani fishermen at Harami Nala on October 10; further investigation underway pic.twitter.com/yRW3W74Epb
— ANI (@ANI) October 11, 2022
বিএসএফ জানিয়েছে, ধৃত দুই মৎস্যজীবী হলেন ইয়াসিন শেখ (৩৫) এবং মহম্মদ শেখ (২৫)। পাকিস্তানের সুজায়াল জেলার জিরো পয়েন্ট এলাকার কাছে একটি গ্রামে বাড়ি তাঁদের। এর আগে ৫ অগস্ট ওই এলাকা থেকেই পাঁচটি নৌকা সহ এক পাক মৎস্যজীবীকে গ্রেফতার করেছিল বিএসএফ। মাছ ধরতে বেরিয়ে অনেক সময়ই দুদেশের মৎস্যজীবীরা নিজেদের জলসীমা পেরিয়ে অন্য দেশের জলসীমায় ঢুকে পড়েন। কিন্তু মঙ্গলবার ধরা পড়া মৎস্যজীবী সে রকমই ভুল করে ঢুকে পড়েছেন, না তাঁদের অন্য় কোনও উদ্দেশ্য ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। ধৃত মৎস্যজীবীদের জিজ্ঞাসাবাদও করে এ ব্যাপারে জানতে চাইছে বিএসএফ।