কান্দাহার বিমান অপহরণ: কোণঠাসা বাজপেয়ী, ডোভালের কূটনীতি আর হিমস্রোত গল্প, সিনেমা দেখার আগে সত্যিটা জানুন
Kandahar Hijack: রানওয়ে ধরে দ্রুতগতিতে ছুটছিল ট্যাঙ্কারটি। এটিসির তরফে তাকে গতি কমাতে বলা হয়। নির্দেশ পেতেই বিমানের কাছাকাছি গিয়ে তড়িঘড়ি ব্রেক কষে চালক। এই ঘটনা নজর এড়ায়নি ককপিটে বসে থাকা সন্ত্রাসীদের। তাঁরা আন্দাজ করে নেয়, ভারত সরকার কোনও ফন্দি এঁটেছে।

সালটা ১৯৯৯। ২৪ ডিসেম্বর। পরেরদিনই খ্রিস্টমাস। দিন কয়েক পরে একবিংশ শতাব্দীতে পা রাখবে বিশ্ব। উৎসবের আমেজেই ছিল গোটা দেশ। ওই দিন নেপালের কাঠমাণ্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে আসছিল ইন্ডিয়ান এয়ারলাইন্সের ৮১৪ ফ্লাইট। সাধারণভাবে ১ ঘণ্টা ৫৫ মিনিট সময় লাগত নেপাল থেকে ভারতে আসতে। কিন্তু সেই বিমানই ভারতে ফিরল ৭ দিন পর, ৩১ ডিসেম্বরে। এতদিন তাহলে কোথায় ছিল ইন্ডিয়ান এয়ারলাইন্সের বিমানটি? আফগানিস্তানের কান্দাহারে। সেখানেই ভারতীয় বিমানকে হাইজ্যাক করে নিয়ে গিয়েছিল ৫ সন্ত্রাসী। তাদের দাবি ছিল, ২০০ মিলিয়ন ডলার ও ৩৬ জন জেলবন্দি সন্ত্রাসবাদীর মুক্তি। ৭ দিন ধরে দর কষাকষির পর কীভাবে বিমানের যাত্রীদের উদ্ধার করে এনেছিল ভারত সরকার, তা রোমাঞ্চকর কোনও সিনেমার থেকে কম নয়। ...
