সচিবালয়ে গো-পূজা, কর্নাটক বিধানসভায় পাশ গো-হত্যা প্রতিরোধ বিল

বিধানসভায় প্রবেশের আগেও প্রভু চাভান বলেছিলেন,"ছয় কোটি কর্নাটকবাসীর জন্য সুখবর। গোমাতা আমাদের মা। এই বিল প্রাণীদের সুরক্ষা দেবে। সেইজন্যই কর্নাটকে এই বিল আনছি।"

সচিবালয়ে গো-পূজা, কর্নাটক বিধানসভায় পাশ গো-হত্যা প্রতিরোধ বিল
কর্নাটক সচিবালয়ে হচ্ছে গো-পূজা। ছবি: সংগৃহীত।
Follow Us:
| Updated on: Dec 09, 2020 | 9:49 PM

বেঙ্গালুরু: কর্নাটকে সুরক্ষিত গোমাতা! বুধবার কর্নাটকের বিধানসভায় পাশ করা হল গোহত্যা প্রতিরোধ ও গবাদি পশু সংরক্ষণ (সংশোধনী) বিল (Prevention of Cow Slaughter and Cattle Preservation (Amendment) Bill)।

বিধানসভায় বিলটি পেশ করার আগে সচিবালয় বিধান সৌধে কয়েকটি গরু আনা হয় এবং পশুপালন মন্ত্রী প্রভু চাভান ( Prabhu Chavan) গো-পূজাও করেন। গবাদি পশু সংরক্ষণে নতুন বিল সম্পর্কে তিনি বলেন,”আমাকে এই সুযোগ দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী ও অন্যান্য নেতাদের ধন্যবাদ জানাতে চাই। এটা ছয় কোটি কর্নাটকবাসী ও প্রবীণ নেতাদের আশীর্বাদের ফল। এই প্রথমবার গো-পূজা সম্পন্ন হল।”

বিধানসভায় প্রবেশের আগেও তিনি বলেছিলেন,”ছয় কোটি কর্নাটকবাসীর জন্য সুখবর। গোমাতা আমাদের মা। এই বিল প্রাণীদের সুরক্ষা দেবে। সেইজন্যই কর্নাটকে এই বিল আনছি।”

আরও পড়ুন: খারিজ কেন্দ্রের প্রস্তাব, বৃহত্তর আন্দোলনের পথে কৃষকেরা

কর্নাটক বিজেপির তরফেও টুইট করে এই বিলকে “দীর্ঘ প্রতিক্ষিত” বলে উল্লেখ করে লেখা হয়, “মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পার নেতৃত্বে আমাদের সরকার ফের একবার প্রতিশ্রুতি পূরণ করতে চলেছে।”

তবে এই বিল নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে বিরোধী দল কংগ্রেস। প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া (Siddaramaiah) বলেন,”বাণিজ্য বিষয়ক কমিটিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এই বিলটিকে অগ্রাধিকারে গ্রহণ করা হবে। আজ আমাদের সবাইকে অবাক করে পশুপালন মন্ত্রী বলছেন, যে পশু হত্যা প্রতিরোধ ও গবাদি পশু সরক্ষণ বিল পাশ করছি। এটা নিয়ে আমাদের সঙ্গে কোনও আলোচনাই করা হয়নি।”

তিনি আরও বলেন,”সংসদের সকল সদস্যদের বিলের কপি দিতে হয়। মন্ত্রীদের কাছে পর্যন্ত বিলের কোনও কপি নেই। এটি সম্পূর্ণরূপে সুবিধার অসদব্যবহার। এই কারণেই আমরা এই বিলের বিরোধিতা করছি। সংসদের পবিত্রতা নষ্ট হয়ে গিয়েছে। পঞ্চায়েত নির্বাচনের জন্যই রাজনৈতিক মেরুকরণের চেষ্টা করছে শাসকদল।”

আরও পড়ুন: ‘আমরা গণতন্ত্র নিয়ে গর্বিত’, নীতি আয়োগ-কর্তাকে পাল্টা কেন্দ্রীয় আইন মন্ত্রীর