কঙ্গনার টুইটে অসন্তোষ, এফআইআর খারিজ আদালতে
বিচারপতি এইচপি সন্ধেশের বেঞ্চ আবেদনের ভিত্তিতে কঙ্গনার এফআইআর সম্পর্কে এই নির্দেশ দিয়েছে
কর্নাটক: কৃষক আন্দোলন সম্পর্কিত একটি টুইটের জন্য অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের (Kangana Ranaut) বিরুদ্ধে দায়ের হয়েছিল এফআইআর। এ বার সেই এফআইআর খারিজ করে দিল কর্নাটকের একটি হাইকোর্ট। ২০২০ সালের ২১ সেপ্টেম্বর কঙ্গনা একটি টুইটে লিখেছিলেন, “যাঁরা সিএএর সময় ভুয়ো তথ্য ছড়িয়ে হিংসা তৈরি করেছিলেন, তাঁরাই এখন কৃষি বিল নিয়ে ভুয়ো তথ্য ছড়াচ্ছেন, যা দেশে সন্ত্রাস ছড়াচ্ছে, তাঁরা সন্ত্রাসী।…”
এরপরই কঙ্গনার বিরুদ্ধে অভিযোগ জমা করেছিলেন আইনজীবী রমেশ নায়েক। ২০২০ সালের ৯ অক্টোবর বেঙ্গালুরুর একটি দায়রা আদালত রমেশ নায়েকের অভিযোগের ভিত্তিতে এফআইর দায়ের করতে পুলিশকে নির্দেশ দেয়। সেই এফআইআরকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে যান রানাওয়াত। সেখানে হাইকোর্ট কঙ্গনার এফআইর পুনর্বিবেচনার জন্য দায়রা আদালতে ফেরত পাঠানোর নির্দেশ দিয়েছে।
বিচারপতি এইচপি সন্ধেশের বেঞ্চ আবেদনের ভিত্তিতে কঙ্গনার এফআইআর সম্পর্কে এই নির্দেশ দিয়েছে। তবে পাশাপাশি তাঁর টুইট নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন বিচারপতি। টুইট দেখার পর তিনি বলেন, “তাঁর টুইটার দেখুন তিনি এহেন মন্তব্য করেন…যে কাউকে সন্ত্রাসবাদী বলে দেওয়া হচ্ছে…সেলেবদের মন্তব্য করার আগে মুখে লাগাম দেওয়া উচিত।”
প্রসঙ্গত, এ দিন জাভেদ আখতারের দায়ের করা মানহানি মামলায়ও জামিন পেয়েছেন কঙ্গনা। আন্ধেরির আদালতে হাজিরা দিয়ে জামিনের আর্জি জানিয়েছিলেন অভিনেত্রী। তাঁর আবেদনের ভিত্তিতে তাঁকে ৩৫ হাজার টাকার বন্ডে জামিন দিয়েছে আদালত। এর আগে ১ মার্চ তাঁর আদালতে হাজিরা দেওয়ার কথা ছিল। কিন্তু সে দিন হাজিরা দেননি কঙ্গনা। তাই তাঁর বিরুদ্ধে ১,০০০ টাকার জামিনযোগ্য পরোয়না জারি করেছিল আদালত।
আরও পড়ুন: মদ খেয়ে বেসামাল, ১৫টি গাড়িতে ভাঙচুর দুই নাবালকের