মদ খেয়ে বেসামাল, ১৫টি গাড়িতে ভাঙচুর দুই নাবালকের

পুলিশ জানিয়েছে, দুই নাবালকের বাবা মা দিনমজুর। তাঁদের সন্তানরা স্কুলছুট।

মদ খেয়ে বেসামাল, ১৫টি গাড়িতে ভাঙচুর দুই নাবালকের
মত্ত নাবালকের গাড়ি ভাঙচুর
Follow Us:
| Updated on: Mar 25, 2021 | 9:00 PM

বেঙ্গালুরু: মদ খেয়ে বেসামাল। তারপর একের পর এক গাড়ি ভাঙচুর। ভরসন্ধেয় মত্ত নাবালকের কীর্তি দেখল দক্ষিণ বেঙ্গালুরুর (Bengaluru) চেন্নামানাকরে আচাকত্তু। দুই মত্ত নাবালক ও ২০ বছর বয়সী এক কিশোর মিলে ভাঙচুর করল ১৫টি যান। যার মধ্যে ছিল গাড়ি থেকে শুরু করে মোটরবাইকও। একের পর এক গাড়ি ভাঙচুর করার আওয়াজে বাড়ির সামনে থেকে বেরিয়ে আসেন আবাসিকরা।

তাঁরা অভিযোগ করেন, চেন্নামানাকরে আচাকত্তু পুলিশ সঠিক ভাবে রাস্তার মধ্যে টহল চালাচ্ছিল না। তাই এই ধরনের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনার তদন্তে নেমে ইয়েদিয়ুর লেকের পাশ থেকে একজনকে খুঁজে পায় ২০ বছর বয়সী অর্জুনকে। এরপর পুলিশের হাতে আসে দুই নাবালক। সেই নাবালকদের পুলিশ হোমে পাঠিয়েছে। অর্জুন শুধুমাত্র রয়েছে পুলিশি হেফাজতে।

পুলিশ জানিয়েছে, দুই নাবালকের বাবা মা দিনমজুর। তাঁদের সন্তানরা স্কুলছুট। নাবালকরা কাজ করে যা টাকা রোজগার করে তার সবটাই মদের পিছনে উড়িয়ে দেয়। অন্যদিকে অর্জুনের বাবা একটি বেসরকারি কোম্পানিতে কাজ করেন। তাঁর মা গৃহবধূ। শ্রীনিবাস নগর ও কত্রিগুপ রোডে এই ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে সেই নাবালকরা চিৎকার করতে করতে একের পর গাড়িতে ভাঙচুর করছেন। তদন্তকারী পুলিশ আধিকারিক জানিয়েছেন, অর্জুন ও দুই নাবালককে আটক করা হলে তাঁরা নিজেদের নির্দোষ বলে দাবি করে। কিন্তু মদ্যপ অবস্থায় থাকার কতা স্বীকার করেছে তারা।

আরও পড়ুন: কোয়ারেন্টাইনে কড়াকড়ি, ঘণ্টায় ঘণ্টায় পাঠাতে হবে সেলফি