Ram Idol: কর্নাটকের যোগীরাজের মূর্তিই অযোধ্যায় রামমন্দিরে প্রতিষ্ঠিত হবে, কে এই ভাস্কর?

Karnataka sculptor: অরুণ যোগীরাজ বরাবরই তাঁর কাজের ব্যাপারে ভীষণভাবে একনিষ্ঠ। এর আগে কেদারনাথের আদি শঙ্করাচার্য এবং দিল্লির ইন্ডিয়া গেটে ৩০ ফুটের নেতাজি সুভাষ চন্দ্র বসুর মূর্তিটিও তিনি তৈরি করেছিলেন। তবে কেবল এর জন্যই তাঁর তৈরি রামলালার মূর্তি নির্বাচন করা হয়নি। রামের সৌম্যকান্তি চেহারার মূর্তির নিখুঁত কাজের পাশাপাশি এটি তৈরির সময় অরুণ যোগীরাজের ভক্তি ও নিষ্ঠা প্রশংসনীয়।

Ram Idol: কর্নাটকের যোগীরাজের মূর্তিই অযোধ্যায় রামমন্দিরে প্রতিষ্ঠিত হবে, কে এই ভাস্কর?
অরুণ যোগীরাজের রামের মূর্তিটি অযোধ্যায় প্রতিষ্ঠিত হবে।Image Credit source: twitter
Follow Us:
| Updated on: Jan 15, 2024 | 7:51 PM

অযোধ্যা: প্রখ্যাত ভাস্কর্য শিল্পী অরুণ যোগীরাজের নির্মিত রামের মূর্তিটিই (Ram idol) অযোধ্যা রামমন্দিরে (Ram Temple) প্রতিষ্ঠিত হবে। খবরটি নিশ্চিত করেছেন শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র। আর এরপরই প্রশ্ন উঠে আসছে, অনেকগুলি মূর্তির মধ্য থেকে কেন অরুণ যোগীরাজের মূর্তিটি বেছে নেওয়া হল? তারও জবাব দিয়েছেন রামমন্দির ট্রাস্টের প্রধান চম্পত রাই। কেবল মূর্তির নিখুঁত কাজ নয়, এর সঙ্গে অরুণ যোগীরাজের নিষ্ঠা ও ভক্তি জড়িয়ে রয়েছে বলে তিনি জানান।

অরুণ যোগীরাজ বরাবরই তাঁর কাজের ব্যাপারে ভীষণভাবে একনিষ্ঠ। এর আগে কেদারনাথের আদি শঙ্করাচার্য এবং দিল্লির ইন্ডিয়া গেটে ৩০ ফুটের নেতাজি সুভাষ চন্দ্র বসুর মূর্তিটিও তিনি তৈরি করেছিলেন। তবে কেবল এর জন্যই তাঁর তৈরি রামলালার মূর্তি নির্বাচন করা হয়নি। রামের সৌম্যকান্তি চেহারার মূর্তির নিখুঁত কাজের পাশাপাশি এটি তৈরির সময় অরুণ যোগীরাজের ভক্তি ও নিষ্ঠা প্রশংসনীয়। যোগীরাজের সেই নিষ্ঠার দৃষ্টান্ত তুলে ধরে চম্পত রাই জানান, তিনি (অরুণ যোগীরাজ) কাজের ব্যাপারে খুবই একনিষ্ঠ। তিনি ১৫ দিন ধরে অক্লান্ত পরিশ্রমে মূর্তিটি তৈরি করেছেন এবং সেই সময় তিনি তাঁর পরিবার ও সন্তানের সঙ্গেও কথা বলেননি। যা বিশেষ তাৎপর্যপূর্ণ। অরুণ যোগীরাজকে ভদ্র এবং প্রফুল্ল তরুণ বলেও উল্লেখ করেছেন চম্পত রাই।

মহীশূরের বাসিন্দা অরুণ যোগীরাজ বর্তমানে দেশের প্রখ্যাত ভাস্কর। খুব ছোট বয়স থেকেই তিনি মূর্তি নির্মাণ শুরু করেন। মূলত বাবা যোগীরাজ এবং ঠাকুরদা বাসবান্না শিল্পীর দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন তিনি। মহীশূরের রাজার পৃষ্ঠপোষক ছিলেন যোগীরাজের ঠাকুরদা। তাঁর এবং বাবার অসাধারণ শিল্পকর্মে বিশেষ প্রভাবিত হয়েছিলেন যোগীরাজ। যদিও কেরিয়ারের শুরুতে তিনি এমবিএ করে কর্পোরেটে কাজ শুরু করেন। কিন্তু, ভিতরের শখ চেপে রাখতে পারেননি। তাই ২০০৮ সালে ফের তিনি মূর্তি নির্মাণের কাজে ফিরে আসেন। আর এই কাজেই একের পর এক সফলতা অর্জন করেন অরুণ যোগীরাজ। তাঁর কাজে মুগ্ধ হয়ে ইন্ডিয়া গেটে ৩০ ফুটের নেতাজির মূর্তি নির্মাণের বরাত দেওয়া হয়। তার আগে মহীশূরে ২১ ফুটের হনুমানের মূর্তি ও কেদারনাথের ১২ ফুটের আদি শঙ্করাচার্যের মূর্তিটিও নির্মাণ করেছিলেন যোগীরাজ। এছাড়া মহীশূরে রামকৃষ্ণদেবের অমৃতশিলা মূর্তি, মহীশূরের রাজার মূর্তি তাঁর সেরা কাজগুলির মধ্যে অন্যতম।

সেরা মূর্তি নির্মাণের জন্য কর্নাটক সরকারের তরফে বিভিন্ন সম্মান পাওয়ার পাশাপাশি ২০১৪ সালে ভারত সরকারের সাউথ জোন ইয়ং আর্টিস্ট অ্যাওয়ার্ডও পেয়েছেন অরুণ যোগীরাজ। অযোধ্যা মন্দিরের রামের বিগ্রহটি সম্পর্কে যোগীরাজ বলেন, “শিশুসুলভ মুখ হবে, এটা ভেবেই মূর্তি তৈরির কাজ শুরু করেছিলাম। জনগণ মূর্তিটির দিকে তাকালে যেন পবিত্রতা, দেবত্ব ভাব অনুভব করতে পারে। এখন আমি খুব খুশি।”