Siddaramaiah: বেকারদের ভাতা থেকে মহিলাদের বিনামূল্যে বাসে সফর, শপথ নিয়েই প্রতিশ্রুতি পূরণ সিদ্দারামাইয়ার
Poll Promises: শনিবারই মুখ্য়মন্ত্রী ও উপমুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন দুই নেতা। পাশাপাশি আটজন বিধায়কও মন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন।
বেঙ্গালুরু: শপথ নিয়েই কাজে নেমে পড়লেন মুখ্যমন্ত্রী। শনিবার কর্নাটকের মুখ্যমন্ত্রী (Karnataka CM) হিসাবে শপথ গ্রহণ করেন কংগ্রেস নেতা সিদ্দারামাইয়া (Siddaramaiah)। শপথ গ্রহণ অনুষ্ঠান শেষ হতে না হতেই নতুন মন্ত্রীদের নিয়ে কাজে নেমে পড়লেন তিনি। নির্বাচনী প্রচারে কংগ্রেসের তরফে যে পাঁচ প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা পূরণ করার কাজে নেমে পড়লেন তিনি। একইসঙ্গে তিনি কেন্দ্রীয় সরকারকেও দোষারোপ করেন রাজ্যের আর্থিক ক্ষতির জন্য। কর্নাটকের নতুন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া বলেন, ১৫তম অর্থ কমিশনের তরফে ৫৪৯৫ কোটি টাকার যে বিশেষ আর্থিক অনুদান দেওয়ার কথা ছিল, তা রাজ্য পায়নি।
নির্বাচনের ফল প্রকাশের পর এক সপ্তাহ ধরে টানাপোড়েন চলে মুখ্য়মন্ত্রী কে হবেন, তা নিয়ে। শেষ অবধি বৃহস্পতিবার কংগ্রেসের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়, কর্নাটকের মুখ্যমন্ত্রী হবেন সিদ্দারামাইয়াই। উপমুখ্যমন্ত্রী হবেন ডিকে শিবকুমার (DK Shivakumar)। শনিবারই মুখ্য়মন্ত্রী ও উপমুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন দুই নেতা। পাশাপাশি আটজন বিধায়কও মন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন।
বিনামূল্যে বিদ্যুৎ-
শপথ গ্রহণের পালা মেটার পরই মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া জানান, রাজ্যে প্রথমেই গৃহ জ্য়োতি প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হবে। তিনি বলেন, “এই গৃহ জ্যোতি প্রকল্পের অধীনে সকলকে ২০০ ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে দেওয়া হবে। এর জন্য় রাজ্যের মোট খরচ হবে ১২০০ কোটি টাকা। আমার মনে হয় না এক বছরের মধ্যে সরকারের ৫০ হাজার কোটি টাকা আয় করতে সমস্যা হবে।”
গৃহ লক্ষ্মী প্রকল্প-
একইসঙ্গে মুখ্যমন্ত্রী গৃহ লক্ষ্মী প্রকল্প বাস্তবায়নের কথাও ঘোষণা করেন। এই প্রকল্পের অধীনে রাজ্যের সমস্ত মহিলাদের মাসিক ২ হাজার টাকা করে দেওয়া হবে। শীঘ্রই এই প্রকল্প চালু করা হবে বলে জানান সিদ্দারামাইয়া। এই প্রকল্পের জন্য কত টাকা খরচ হবে, তা হিসাব করে আগামী ক্যাবিনেট বৈঠকে জানানো হবে।
বেকারদের ভাতা-
কংগ্রেসের আরেকটি নির্বাচনী প্রতিশ্রুতি ছিল স্নাতক পাশ বেকার যুবক-যুবতীদের দুই বছরের জন্য় প্রতি মাসে ৩ হাজার টাকা দেওয়া হবে। চলতি শিক্ষাবর্ষ থেকেই এই প্রকল্প চালু হবে বলে জানান মুখ্যমন্ত্রী।
মহিলাদের বাসে বিনামূল্যে যাতায়াত-
পাশাপাশি প্রতিশ্রুতি মতো কর্নাটকের মহিলাদের বাসে যাতায়াতের জন্য এবার থেকে আর কোনও খরচ লাগবে না বলেই জানান মুখ্য়মন্ত্রী সিদ্দারামাইয়া। তবে এই সুবিধা কেবল কন্নড়বাসীরাই পাবেন, ভিন রাজ্য় থেকে আসা মহিলারা এই সুবিধা পাবেন না বলে জানান তিনি। মুখ্যমন্ত্রী জানান, আগামী ক্য়াবিনেট বৈঠকে সমস্ত প্রকল্পগুলি সম্পর্কে বিস্তারিত তথ্য় জানানো হবে।