‘ঈশ্বরের আপন দেশে’ বিরল দৃশ্য! ৮ ঘণ্টা পাহাড় চড়ে উদ্ধার করা হল গুহা থেকে ৪ শিশুকে

Wayanad Landslide: ফরেস্ট অফিসার কে হাসিস জানান, ওই পরিবার পানিয়া জনগোষ্ঠীর। মূলত ওয়েনাডের পার্বত্য এলাকাতেই থাকে এরা। সাধারণ মানুষের সঙ্গে বিশেষ যোগাযোগ রাখে না। বৃহস্পতিবার আত্তামালা জঙ্গলের কাছে এক আদিবাসী মহিলাকে দেখতে পান ফরেস্ট অফিসার।

'ঈশ্বরের আপন দেশে' বিরল দৃশ্য! ৮ ঘণ্টা পাহাড় চড়ে উদ্ধার করা হল গুহা থেকে ৪ শিশুকে
গুহা থেকে উদ্ধার করে আনা হয় শিশুদের।Image Credit source: X
Follow Us:
| Updated on: Aug 03, 2024 | 5:27 PM

তিরুবনন্তপুরম: ভূমিধসে বিধ্বস্ত ওয়েনাড। ধসের বীভৎসতা কতটা, তা নতুন করে বর্ণনা করার প্রয়োজন নেই। ওয়েনাডে ভূমিধসে মৃতের সংখ্যা ৩০০ পার করেছে। এখনও নিখোঁজ শতাধিক মানুষ। ৪ দিন পার করেও জারি রয়েছে উদ্ধারকাজ। এরই মধ্যে বন দফতরের দুঃসাহসিক উদ্ধারকাজের কাহিনি সামনে এল। ৮ ঘণ্টার ট্রেকিং করে ওয়েনাডের দুর্গম পার্বত্য এলাকা থেকে ৪ শিশু সহ এক আদিবাসী পরিবারকে উদ্ধার করে আনল বন দফতর। তাদের এই সাহসিকতার প্রশংসা করেছেন খোদ কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়েছে ছবি ও পোস্ট।

মঙ্গলবার ভয়ঙ্কর ভূমিধস নামে ওয়েনাডে। একাধিক জেলা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। জলের তোড় ও কাদামাটিতে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে একের পর এক জনপদ। কেরলের ওয়েনাডেই পার্বত্য এলাকা থেকে উদ্ধার করে আনা হয় আদিবাসী জনগোষ্ঠীর ৬ জনকে।

কালপেট্টা রেঞ্জের ফরেস্ট অফিসার কে হাসিসের নেতৃত্বেই ৪ সদস্যের টিম পাহাড়ে ৮ ঘণ্টার পথ ট্রেকিং করে উদ্ধার করে আনেন ওই পরিবারকে। ধসে পাহাড়ের উপরে একটি গুহায় আশ্রয় নিয়েছিল ওই পরিবার। চারটি শিশুও ছিল ওই গুহায়। তাদের বয়স ১ থেকে ৪ বছরের মধ্যে। জানা গিয়েছে, বিগত ৫ দিন ধরে কোনও খাবার জোটেনি ওই পরিবারের।

ফরেস্ট অফিসার কে হাসিস জানান, ওই পরিবার পানিয়া জনগোষ্ঠীর। মূলত ওয়েনাডের পার্বত্য এলাকাতেই থাকে এরা। সাধারণ মানুষের সঙ্গে বিশেষ যোগাযোগ রাখে না। বৃহস্পতিবার আত্তামালা জঙ্গলের কাছে এক আদিবাসী মহিলাকে দেখতে পান ফরেস্ট অফিসার। ওই মহিলা নিজেই সাহায্য চেয়ে এগিয়ে আসেন। বলেন, পাহাড়ের উপরে গুহায় তাঁর চার সন্তান ও স্বামী রয়েছেন। বিগত ৫ দিন ধরে তারা কোনও খাবারও খাননি।

এরপর আর এক মুহূর্তও সময় নষ্ট করেননি বন দফতরের আধিকারিকরা। চার সদস্যের টিম সঙ্গে সঙ্গে ওই মহিলাকে অনুসরণ করে ট্রেকিং শুরু করেন। ঝড়বৃষ্টির পরোয়া না করেই, তারা পাহাড়ের দুর্গম পথ ধরে এগিয়ে যান। গুহা থেকে এক ব্যক্তি ও চার শিশুকে উদ্ধার করেন।

বন দফতরের আধিকারিকদের সঙ্গে যেটুকু শুকনো খাবার ছিল, তা-ই খাওয়ানো হয় ওই শিশুদের। এরপর তাদের বুকে কাপড় দিয়ে বেঁধে, নামতে শুরু করেন। মোট ৮ ঘণ্টা সময় লাগে গোটা উদ্ধারকাজ করতে। এরপর আত্তামালা অ্য়ান্টি-পোচিং অফিসে আনা হয় ওই পরিবারকে। সেখানে তাদের খাবার ও পোশাক দেওয়া হয়।

এক্স হ্যান্ডেলে পোস্ট করে আধিকারিকদের প্রশংসা করেছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নও।