Nipah Virus: সংক্রমণের হার কম কিন্তু মৃত্যুহার বেশি, নিপা ভাইরাসের নয়া স্ট্রেন এল কোথা থেকে?

Kerala: বীণা জর্জ জানান, পুণের এনআইভি থেকে একদল বিশেষজ্ঞ ছাড়াও, চেন্নাই থেকে একদল এপিডেমিওলজিস্ট আসছেন আজই। তাঁরা নিপা ভাইরাস নিয়ে সমীক্ষা করবেন। পাশাপাশি ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (ICMR)-ও মবোক্লোনাল অ্যান্টিবডি পাঠাচ্ছে নিপা আক্রান্তদের চিকিৎসার জন্য। 

Nipah Virus: সংক্রমণের হার কম কিন্তু মৃত্যুহার বেশি,  নিপা ভাইরাসের নয়া স্ট্রেন এল কোথা থেকে?
ফাইল চিত্রImage Credit source: PTI
Follow Us:
| Edited By: | Updated on: Sep 13, 2023 | 11:49 AM

তিরুবনন্তপুরম: ফের একবার হানা নিপা ভাইরাসের (Nipah Virus)। কেরলে (Kerala) খোঁজ মিলল নিপা ভাইরাসের। ইতিমধ্যেই মারণ ভাইরাসে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। নিপায় আক্রান্ত আরও দুইজন। মঙ্গলবার নিপা ভাইরাসের খোঁজ মেলার খবর নিশ্চিত হতেই সতর্কতা জারি করা হয়েছে রাজ্যজুড়ে। পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় বিশেষজ্ঞের দল পাঠানো হয়েছে। পুণের ন্যাশনাল ইন্সটিটিউট অব ভাইরোলজির (National Institute of Virology) একটি দলও ইতিমধ্যেই কেরলে পৌঁছে গিয়েছে এবং কোঝিকোড় মেডিক্যাল কলেজে মোবাইল ল্যাব বসিয়েছে নিপা ভাইরাসের পরীক্ষা করার জন্য। বাদুড় নিয়ে সমীক্ষাও করা হবে বলে জানানো হয়েছে।

বুধবার কেরল বিধানসভায় রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ বলেন, “নিপা ভাইরাসে চারজন আক্রান্তের খোঁজ মেলার পর থেকেই সতর্কতা জারি করা হয়েছে। এটা নিপা ভাইরাসের বাংলাদেশ ভ্যারিয়েন্ট যা মানবদেহ থেকে অপর মানবদেহে সংক্রমিত হয়। এই স্ট্রেনের সংক্রমণের হার কম হলেও, এতে মৃত্যুর হার অনেক বেশি।

বীণা জর্জ জানান, পুণের এনআইভি থেকে একদল বিশেষজ্ঞ ছাড়াও, চেন্নাই থেকে একদল এপিডেমিওলজিস্ট আসছেন আজই। তাঁরা নিপা ভাইরাস নিয়ে সমীক্ষা করবেন। পাশাপাশি ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (ICMR)-ও মবোক্লোনাল অ্যান্টিবডি পাঠাচ্ছে নিপা আক্রান্তদের চিকিৎসার জন্য।

নিপা ভাইরাস প্রতিরোধে রাজ্য সরকার কী কী ব্যবস্থা নিচ্ছে, তা নিয়ে সিপিআই বিধায়ক পি বালাচন্দ্রন জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী জানান, নজরদারি, কন্ট্যাক্ট ট্রেসিং, কোন সংক্রমণ কম, কোনটা বেশি ঝুঁকিপূর্ণ-তাও শনাক্ত করার কাজ করা হচ্ছে। পাশাপাশি আইসোলেশন সেন্টার তৈরি, কনটেন্টমেন্ট জ়োন চিহ্নিত করা হচ্ছে। আইসিএমআরের কাছ থেকে প্রয়োজনীয় ওষুধও আনানো হচ্ছে।

প্রশাসনের তথ্য অনুযায়ী, আক্রান্ত চারজনই কোজ়িকোড়ের বাসিন্দা। আক্রান্তদের খোঁজ মেলার পরই আতানচেরি, মারুথনকারা, তিরুভাল্লুর, কুট্টিভাদি, কাভাক্কোডি, ভিল্লাপালি ও কাভিলামপারা গ্রাম পঞ্চায়েতকে কন্টেনমেন্ট জ়োন হিসাবে ঘোষণা করা হয়েছে।