Kerala Man trapped: খাড়াই পাহাড়ে পা পিছলেই বিপত্তি! বাবুকে উদ্ধার করতে নামল সেনা, এয়ার ফোর্স

Kerala Man trapped: গত সোমবার থেকে পাহাড়ের খাঁজে আটকে রয়েছেন ওই ব্যক্তি। অবশেষে তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়েছে।

Kerala Man trapped: খাড়াই পাহাড়ে পা পিছলেই বিপত্তি! বাবুকে উদ্ধার করতে নামল সেনা, এয়ার ফোর্স
এভাবেই আটকে রয়েছেন আর বাবু
Follow Us:
| Edited By: | Updated on: Feb 09, 2022 | 11:16 AM

কেরল : দিন তিনেক আগে আরও দুই বন্ধুর সঙ্গে পাহাড়ে উঠছিলেন কেরলের (Kerala) বাসিন্দা আর বাবু (R Babu)। পাথুরে পাহাড়ের খাড়াই পথে ওঠা বেশ কঠিন। মাঝপথেই হাল ছেড়ে দেন বাকি দুই বন্ধু। কিন্তু হাল ছাড়েননি বাবু। লক্ষ্য স্থির রেখে শিখরের দিকে যাওয়ার চেষ্টা করছিলেন তিনি। কিন্তু বিপত্তি ঘটল কিছুক্ষণ পর। পাথরে পা পিছলে যেতেই আর টাল সামলাতে পারলেন না তিনি। কথায় বলে ‘রাখে হরি মারে কে’। কপাল গুনে নীচে না পড়ে আটকে গেলেন পাহাড়ের খাঁজে। গত সোমবার থেকে সেভাবেই পাথরের মাঝে আটকে রয়েছেন আর বাবু। কোনও ক্রমে প্রাণে রক্ষা পেলেও তাঁকে উদ্ধার করতে কার্যত হয়রান হতে হচ্ছে সেনাবাহিনীকেও (Indian Army)। অবশেষে বুধবার সকালে তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন কেরলের মুখ্যমন্ত্রী।

তৈরি সেনা, বায়ুসেনা, জানালেন মুখ্যমন্ত্রী

কেরলের পালাক্কাড়ের মালামপুঝা এলাকায় ঘটনাটি ঘটেছে। সোমবার থেকে জল, খাবার কিছুই জোটেনি আর বাবুর। একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে বছর ২০-র ওই যুবকের অবস্থান। দেখা যাচ্ছে, তিনি যেখানে বসে রয়েছেন সেটা বেশ ঝুঁকিপূর্ণ। একটু এদিক-ওদিক হলেই ঘটতে পারে বড় কোনও বিপদ। সোমবার সকালে তাঁর উদ্ধারকাজের বিষয়ে টুইট করেছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। তিনি জানিয়েছেন, বুধবার সকালে ওই যুবকের সঙ্গে কথা বলতে সক্ষম হয়েছে ভারতীয় সেনার একটি টিম।

তিনি আরও জানিয়েছেন, উদ্ধারকাজ চলছে পুরোদমে। আপাতত সেনাবাহিনীর দুটি টিম রয়েছে ঘটনাস্থলে। বায়ুসেনার হেলিকপ্টারও প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। বুধবার সারাদিন চলবে উদ্ধারকাজ।

কী বলছেন স্থানীয়রা?

স্থানীয়রা জানিয়েছেন, গত সোমবার চেরাড নামে ওই পাহাড়ে উঠছিলেন ওই যুবক। তাঁর সঙ্গীরা হাল ছেড়ে দেন মাঝপথেই। কিন্তু আর বাবু একাই উঠতে থাকেন। কিছুক্ষণ পর পা পিছলে গিয়ে এই ঘটনা ঘটেছে বলে দাবি এলাকার বাসিন্দাদের।

তৈরি মেডিক্যাল টিম

কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ তাঁর ফেসবুক পোস্টে জানিয়েছেন, যদিও আর বাবুকে উদ্ধারের কাজ চলছে তৎপরতার সঙ্গে, তবুও প্রস্তুত রয়েছে মেডিক্যাল টিম। প্রয়োজন বুঝে ব্যবস্থা নেওয়ার জন্য প্রস্তুত রয়েছে পালাক্কাড় জেলার মেডিক্যাল অফিসারের নেতৃত্বাধীন একটি টিম। তৈরি রাখা হয়েছে অ্যাম্বুলেন্স। তাঁকে পালাক্কাড় জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থাও থাকছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা