Kerala News: এসএফআই কর্মীদের প্রতিবাদের পর সংবাদ মাধ্যমের অফিসে তল্লাশি অভিযান কেরল পুলিশের

Kerala News: রবিবার কেরলের একটি মালয়ালম নিউজ চ্যানেলের অফিসে তল্লাশি অভিযান চালাল কেরল পুলিশ। শুক্রবার সেই অফিসেই প্রতিবাদ দেখায় ৩০ জন এসএফআই কর্মী।

Kerala News: এসএফআই কর্মীদের প্রতিবাদের পর সংবাদ মাধ্যমের অফিসে তল্লাশি অভিযান কেরল পুলিশের
ছবি সৌজন্যে: টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Mar 05, 2023 | 5:13 PM

কোচি: কেরলের মালায়লম নিউজ চ্যানেলে শুক্রবার রাতে এসএফআই কর্মীরা দল বেঁধে ঢুকে পড়ে। নিরাপত্তা রক্ষীকে সরিয়ে দিয়ে কর্মীদের শাসানোর অভিযোগ ওঠে তাঁদের বিরুদ্ধে। এমনকী এই নিউজ চ্য়ানেলের সম্প্রচার বন্ধ করে দেওয়ার কথা বলেন তাঁরা। সংবাদ মাধ্যমের অফিসে ওঠে স্লোগান। তারপর পুলিশে অভিযোগ করা হয় নিউজ চ্যানেলের তরফে। এই ঘটনার দু’দিন পরেই কেরলের কোঝিকোড়ে এই সংবাদ মাধ্যমের অফিসে রবিবার তল্লাশি চালালো পুলিশ।

আজকের ঘটনায় পিনারাই বিজয়ন চালিত সরকারকে তোপ দেগে পুলিশের এই সক্রিয়তার একটি ভিডিয়ো টুইটারে পোস্ট করেছেন কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর। রাজ্যে এক স্কুল ছাত্রীর যৌন হেনস্থা নিয়ে নিউজ চ্যানেলের একটি সংবাদ প্রতিবেদনের বিরোধিতাতেই এসএফআই কর্মীরা এই সংবাদ মাধ্যমের অফিসে এই অভিযান চালিয়েছিল বলে জানা গিয়েছে। এই নিউজ চ্যানেলকে সাংবাদিকতার পাঠ দেওয়ার অভিযোগ উঠেছে ৩০ জন এসএফআই কর্মীর বিরুদ্ধে। তাঁরা গায়ের জোরে অফিসে ঢুকে পড়ে। নিরাপত্তারক্ষীকে ধাক্কা মেরে সরিয়ে দেন। এবং কর্মীদের সেই সংবাদ প্রতিবেদন নিয়ে হুশিয়ারি দেন। এরপর নিউজ চ্য়ানেল কর্তৃপক্ষের অভিযোগে ওই ৩০ জন এসএফআই কর্মীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে।

এদিকে শনিবার সিপিএম-র তরফে অভিযোগ করা হয়, এই নিউজ চ্য়ানেলের বিরুদ্ধে ভুয়ো খবর ছড়ানোর অভিযোগ উঠেছিল। উত্তর কেরলের একটি স্কুলে ছাত্রীদের যৌন হেনস্থার ভুয়ো খবর এই সংবাদ মাধ্যম ছড়িয়েছে বলে দাবি তাঁদের। আর এই ভুয়ো খবরের বিরুদ্ধে প্রতিবাদী অভিযান স্বরূপ তাঁরা সংবাদ মাধ্যমের অফিসে গিয়ে স্লোগান তুলেছে বলে বক্তব্য তাঁদের। এদিকে এসএফআই কর্মীদের এই কাজের ভর্ৎসনা করে তদন্তের দাবি জানিয়েছে প্রেস ক্লাব অব ইন্ডিয়াও। এই ঘটনার দু’দিন পরেই কোঝিকোড়ে এই সংস্থার অফিসে তল্লাশি অভিযান চালাল কেরল পুলিশ।