International Yoga Day: আন্তর্জাতিক যোগ দিবসে বাজারে খাদি যোগ ম্যাট

মুম্বইয়ের এই অনুষ্ঠানে প্রথমে যোগ অনুশীলন করেন মনোজ কুমার। তার খাদি যোগ ম্যাটের উদ্বোধন করা হয়। এর পাশাপাশি প্রাইম মিনিস্টার এমপ্লয়মেন্ট জেনারেশন স্কিমের অধীনে ২৫ কোটি টাকা মঞ্জুর করেন। এর জেরে আগামী দিনে প্রচুর বেকারের কর্মসংস্থানে সাহায্য করব বলেও দাবি করেছেন তিনি।

International Yoga Day: আন্তর্জাতিক যোগ দিবসে বাজারে খাদি যোগ ম্যাট
খাদি যোগ ম্যাট
Follow Us:
| Edited By: | Updated on: Jun 22, 2023 | 12:06 AM

মুম্বই: আন্তর্জাতিক যোগ দিবসে বহু প্রতীক্ষিত যোগ ম্যাট বাজারে ছাড়া হল। খাদি অ্যান্ড ভিলেজ ইন্ড্রাস্ট্রিজ কমিনশনের (KVIC) চেয়ারম্যান মনোজ কুমার খাদি যোগ ম্যাট জনসমক্ষে এনেছেন। যোগ দিবস উপলক্ষ্যে মুম্বইয়ে বড় অনুষ্ঠানের আয়োজন করেছিল কেভিআইসি। সেখানেই আত্মনির্ভর ভারত প্রকল্পের অধীনে তা উদ্বোধন করা হল। এই যোগ ম্যাটের উদ্বোধন করে মনোজ কুমার জানিয়েছেন, খাদির এই ম্যাট পুরোপুরি পরিবেশ বান্ধব। সমস্ত ধরনের যোগ ব্যায়াম এর উপরে অনুশীলন করা যাবে।

মুম্বইয়ের এই অনুষ্ঠানে প্রথমে যোগ অনুশীলন করেন মনোজ কুমার। তার খাদি যোগ ম্যাটের উদ্বোধন করা হয়। এর পাশাপাশি প্রাইম মিনিস্টার এমপ্লয়মেন্ট জেনারেশন স্কিমের অধীনে ২৫ কোটি টাকা মঞ্জুর করেন। এর জেরে আগামী দিনে প্রচুর বেকারের কর্মসংস্থানে সাহায্য করব বলেও দাবি করেছেন তিনি। দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা হাজার হাজার খাদি কর্মীকে তাঁদের নিরলস কাজের জন্য ধন্যবাদ জানিয়েছেন। ২০২২-২৩ অর্থবর্ষে ১.৩৪ লক্ষ কোটি টাকা টার্নওভারের জন্য খাদিকর্মীদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।

২০১৫ সাল থেকে বিশ্ব জুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক যোগ দিবস। মোদীর অনুরোধের পর রাষ্ট্রপুঞ্জ আন্তর্জাতিক যোগ দিবসের ঘোষণা করে। যোগের জন্য প্রধানমন্ত্রীর এই প্রচেষ্টাকে প্রশংসায় ভরিয়েছেন মনোজ। এই অনুষ্ঠান উপলক্ষ্যে খাদির শীর্ষ স্তরের একাধিক কর্তা উপস্থিত ছিলেন।