Yoga: মধ্যপ্রদেশের স্কুলগুলিতে যোগ আবশ্যিক করার সিদ্ধান্ত শিবরাজের
অনুষ্ঠান মঞ্চ থেকে শিবরাজ সিং চৌহান বলেছেন, “যোগ কোনও ছোট জিনিস নয়। বিশ্বের ১৮০ দেশে এর অনুশীলন হয়। যোগ কোনও ধর্ম ও জাতিতে আবদ্ধ নয়। এটা সম্প্রীতির বাহক।”
ভোপাল: আন্তর্জাতিক যোগ দিবসে বড় সিদ্ধান্ত নিল মধ্য প্রদেশ সরকার। সে রাজ্যের সমস্ত স্কুলে আবশ্যিক করা হল যোগাভ্যাস। বুধবার এই ঘোষণা করেছেন মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহ্বান। তিনি বলেছেন, “মধ্য প্রদেশের সমস্ত স্কুলে যোগের অনুশীলন আবশ্যিক করার সিদ্ধান্ত নিয়েছি আমি।” এর পাশাপাশি সমস্ত রাজ্যবাসীকে নিয়মিত যোগাভ্যাস করার পরামর্শও দিয়েছেন তিনি। আন্তর্জাতিক যোগ দিবসে জবলপুরে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী। সেখানেই করেছেন এই ঘোষণা।
অনুষ্ঠান মঞ্চ থেকে শিবরাজ সিং চৌহান বলেছেন, “যোগ কোনও ছোট জিনিস নয়। বিশ্বের ১৮০ দেশে এর অনুশীলন হয়। যোগ কোনও ধর্ম ও জাতিতে আবদ্ধ নয়। এটা সম্প্রীতির বাহক।”
ভারতের উপরাষ্ট্রপতিও উপস্থিত ছিলেন জবলপুরের অনুষ্ঠান মঞ্চে। সেখানে তিনি বলেছেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যোগ সংক্রান্ত উদ্যোগকে সমর্থন করে বিশ্বের বিভিন্ন দেশ। সে জন্যই ২১ জুন দিনটি আন্তর্জাতিক যোগ দিবস হিসাবে ঘোষণা করে রাষ্ট্রপুঞ্জের জেনারাল অ্যাসেম্বলি।”