Amritpal Singh: ‘পলাতক’ ঘোষণা করা হল অমৃতপাল সিংকে, উদ্ধার বিপুল অস্ত্রও

Punjab Police: পুলিশের তরফে জানানো হয়েছে, রাজ্য়জুড়ে চালানো তল্লাশি অভিযানে নয়টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। এরমধ্যে একটি ০.৩১৫ বোরের রাইফেল, ১২ বোরের ৭টি রাইফেল, একটি রিভলভার ও ৩৭৩টি কার্তুজ উদ্ধার করা হয়েছে। 

Amritpal Singh: 'পলাতক' ঘোষণা করা হল অমৃতপাল সিংকে, উদ্ধার বিপুল অস্ত্রও
সকালেও কড়া নিরাপত্তা দেখা যায় অমৃতপাল সিংয়ের বাড়ির বাইরে।
Follow Us:
| Edited By: | Updated on: Mar 19, 2023 | 10:47 AM

অমৃতসর: পলাতক ঘোষণা করা হল খলিস্তানি নেতা অমৃতপাল সিং(Amritpal Singh)-কে। রবিবার পঞ্জাব পুলিশের তরফে খলিস্তানি নেতা(Khalistani Leader)-কে পলাতক বলে ঘোষণা করা হল। শনিবার সকাল থেকে অমৃতপাল সিংকে গ্রেফতারের জন্য বিশাল অভিযান শুরু করেছিল পঞ্জাব পুলিশ (Punjab Police)। কিন্তু পুলিশের চোখে ধুলো দিয়ে কনভয় থেকে পালিয়ে যায় ওই খলিস্তানি নেতা। সূত্রের খবর, শেষবার তাঁকে জলন্ধরে দেখা গিয়েছিল। সেখান থেকে বাইকে চেপে পালিয়ে যান অমৃতপাল। এদিকে, অমৃতপাল সিংকে গ্রেফতারির জন্য অভিযান শুরু করতেই গোটা পঞ্জাব জুড়ে নিরাপত্তা বাড়ানো হয়েছে।

পুলিশের তরফে জানানো হয়েছে, খলিস্তানপন্থী অমৃতপাল সিংয়ের সংগঠন ‘ওয়ারিস পঞ্জাব দে’-র ৭৮ জন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। একাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য়।  জলন্ধরের পুলিশ কমিশনার কুলদীপ সিং চাহাল বলেন, “পুলিশ অমৃতপাল সিংয়ের ছয়-সাতজন সহকারী, যারা বন্দুকবাজ হিসাবে কাজ করত, তাদের গ্রেফতার করা হয়েছে। অমৃতপাল সিংকে বর্তমানে পলাতক বলে ঘোষণা করা হয়েছে। শীঘ্রই তাঁকে গ্রেফতার করা হবে।”

গতকালই হরিয়ানার গুরুগ্রাম থেকে অমৃতপাল সিংয়ের ঘনিষ্ঠ সহকারী দলজিৎ সিং কলসিকে গ্রেফতার করা হয়। পুলিশের তরফে জানানো হয়েছে, রাজ্য়জুড়ে চালানো তল্লাশি অভিযানে নয়টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। এরমধ্যে একটি ০.৩১৫ বোরের রাইফেল, ১২ বোরের ৭টি রাইফেল, একটি রিভলভার ও ৩৭৩টি কার্তুজ উদ্ধার করা হয়েছে।

পুলিশের তরফে জানানো হয়েছে, পঞ্জাবের আজনালা পুলিশ স্টেশনে এফআইআর দায়ের করা হয়েছে। এফআইআরে জাতির মধ্য়ে সম্প্রীতি নষ্ট করা, খুনের প্রচেষ্টা, পুলিশ কর্মীদের উপরে হামলা ও সরকারি কর্মীদের আইনানুগ কাজ করতে বাধা দেওয়ার অভিযোগ উল্লেখ করা হয়েছে। অমৃতপাল সিং ও তাঁর সহকারীদের গ্রেফতারের জন্য পঞ্জাব পুলিশের বিশেষ দল গঠন করা হয়েছে। রাজ্য়ে বিশৃঙ্খলা রুখতে পঞ্জাব জুড়ে গতকাল থেকেই ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ দুপুর ১২টা অবধি ইন্টারনেট বন্ধ থাকবে বলেই জানা গিয়েছে।