Railway Rules: রেল সফরে সাবধান! না জেনে এই ভুল করলেই হতে পারে জেল
Railway Rules: গত মে মাসে এই অভিযোগে আগ্রা ক্যান্টনমেন্ট স্টেশনে ১০০ জন, আগ্রা ফোর্ট স্টেশনে ৯ জন, মথুরা জংশনে ১১১ জন, কোসিকালান স্টেশনে ৩৯ জন এবং ঢোলপুর স্টেশনে ২৬ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল।
নয়া দিল্লি: ভারতীয় রেল হল দেশের ‘লাইফলাইন’। রেলের সব নিয়ম জানা ও মেনে চলা প্রয়োজন। যেমন ধরুন চেইন পুলিং করে থাকেন অনেকেই। এমন পরিস্থিতিতে ট্রেনের গতি নষ্ট হচ্ছে। ব্যাহত হয়েছে ট্রেন চলাচলের সময়। এভাবে চেন টানা যে সবসময় উচিত নয়, তা অনেকেই জানেন না। এমনটা করলে দিতে হতে পারে জরিমানা। কারণ এভাবে ট্রেন থামালে, ট্রেনের গতি আবারও তুলতে ১০ থেকে ১৫ মিনিট সময় লাগে।
আগ্রা ডিভিশনে এক যাত্রীকে কর্মকর্তারা চেন পুলিং করা নিয়ে জিজ্ঞাসা করলে তাঁর উত্তর শুনে হতবাক হয়ে যান রেলের আধিকারিকরাও। এক যাত্রী বলেন, ‘আমি ঘুমচ্ছিলাম। আমার স্টেশন ছেড়ে ট্রেন চলে গিয়েছে। পরবর্তী স্টেশন আমার জন্য অনেক দূর। আমার কাছে অনেক লাগেজ আছে। নিয়ে যেতে অনেক খরচ হত।’ তাই তিনি হিসেব করে দেখেছেন চেন টানার জন্য রেল যে জরিমানা ধার্য করবে, তা ওই খরচের তুলনায় অনেক কম।
এক যাত্রী জানান, রাতে তাঁর ট্রেন যেখানে থামে, সেটি গ্রাম থেকে অনেক দূরে এবং রাতে যাতায়াতের কোনও উপায় থাকে না। তাই চেন টানা হয়েছে। যাত্রীদের এমন উত্তর শুনে হতবাক আরপিএফ অফিসাররাও। জানা গিয়েছে, এই চেন টানার জন্য পাওয়া জরিমানায় রেল ৯৫,৩১০ টাকা উদ্ধার করেছে।
গত মে মাসে এই অভিযোগে আগ্রা ক্যান্টনমেন্ট স্টেশনে ১০০ জন, আগ্রা ফোর্ট স্টেশনে ৯ জন, মথুরা জংশনে ১১১ জন, কোসিকালান স্টেশনে ৩৯ জন এবং ঢোলপুর স্টেশনে ২৬ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল।
এছাড়া ট্রেনে কোনও কারণ ছাড়াই শিকল টানা অন্যতম অপরাধ। এটি শুধুই জরুরিকালীন ব্যবহারের জন্য। কিন্তু, কোনও কারণ ছাড়াই ট্রেনে চেন টানলে আর্থিক জরিমানার পাশাপাশি জেল হতে পারে। ১০০০ টাকা জরিমানা বা ১ বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হতে পারে।
কখন ট্রেনে চেন টানা যায়?
১. ট্রেনে আগুন লাগলে
২. যদি কোনও বয়স্ক বা অক্ষম ব্যক্তি ট্রেনে উঠতে না পারেন
৩. ছোট শিশু রেলস্টেশনে রয়ে গেলে
৪. কোনও যাত্রী অসুস্থ হলে
৫. ডাকাতি বা চুরির ক্ষেত্রে চেন টানা যেতে পারে।