দেশে ন্যূনতম বেতন ও মজুরির পরিকাঠামো নির্ধারণ নিয়ে বড় ঘোষণা কেন্দ্রের
বিগত কয়েকদিন যাবৎ জল্পনা শোনা যাচ্ছিল, এই পরিকাঠামো নির্ধারণ করতে যে সাংবিধানিক বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে, তারা প্রক্রিয়াটিকে বিলম্বিত করার চেষ্টা করছে।
নয়া দিল্লি: দেশে ন্যূনতম বেতন এবং সর্বভারতীয় ন্যূনতম মজুরির পরিকাঠামো নির্ধারণ করা নিয়ে শনিবার বড় ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। বিগত কয়েকদিন যাবৎ জল্পনা শোনা যাচ্ছিল, এই পরিকাঠামো নির্ধারণ করতে যে সাংবিধানিক বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে, তারা প্রক্রিয়াটিকে বিলম্বিত করার চেষ্টা করছে। শনিবার কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে, এই কমিটির এমন কোনও উদ্দেশ্য নেই। যত তাড়াতাড়ি সম্ভব এই রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।
অর্থনীতির বিশিষ্ট অধ্যাপক অজিত মিশ্র নেতৃত্বে সম্প্রতি একটি কমিটি গঠন করেছে কেন্দ্রীয় সরকার। দেশজুড়ে ন্যূনতম মজুরি এবং চাকরিজীবীদের ন্যূনতম বেতন কত হওয়া উচিত, এই কমিটিই কেন্দ্রকে সেই সুপারিশ করবে। কিন্তু এই কমিটি গঠনের পর থেকেই জল্পনা ছড়াতে শুরু করে, ন্যূনতম বেতন ও মজুরি নির্ধারণ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া পিছিয়ে দিতেই এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। যদিও শ্রম মন্ত্রক আজ সেই জল্পনা নস্যাৎ করে দেয়।
আরও পড়ুন: ভোটের আগে যোগীরাজ্যের উচ্চপদে মোদী ঘনিষ্ঠ প্রাক্তন আমলা
বিজ্ঞপ্তি দিয়ে শ্রম মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, “সংবাদ মাধ্যমে এবং বিনিয়োগকারীদের একটি অংশ ভাবতে শুরু করেছেন যে, সরকার এর মাধ্যমে সর্বভারতীয় ন্যূনতম বেতন নির্ধারণ প্রক্রিয়ায় বিলম্ব করতে চাইছে। মন্ত্রকের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হচ্ছে, সরকারের এই ধরনের কোনও পরিকল্পনা নেই। বিশেষজ্ঞ কমিটি যত দ্রুত সম্ভব নিজের সুপারিশ কেন্দ্রের কাছে জমা দেবেন।” যদিও ‘যত দ্রুত’ মানে কতদিনের মধ্যে এই সুপারিশ জমা পড়বে, কতদিনের মধ্যেই বা এই সম্পর্কিত কোনও সিদ্ধান্ত নেওয়া হবে, তা কেন্দ্র স্পষ্ট করেনি।
আরও পড়ুন: খুলছে শিক্ষা প্রতিষ্ঠান, দ্বিতীয় ঢেউয়ে আনলকে ‘ফার্স্ট’ তেলেঙ্গনা