Land-For-Job Case: জমির বিনিময়ে চাকরি, সিবিআই চার্জশিটে তেজস্বী-লালু-রাবড়ির নাম!
Land-For-Job Case CBI Charge Sheet: গত মাসেই আরজেডি নেতা তথা বিহারের উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব আশঙ্কা প্রকাশ করেছিলেন, বেঙ্গালুরুতে বিরোধী দলগুলির দ্বিতীয় বৈঠকের আগে, তাঁর নামে চার্জশিট প্রকাশ করবে সিবিআই। তাঁর সেই আশঙ্কাই সত্যি হল।
মুম্বই: ক্রমে অনিশ্চিত হয়ে পড়ছে বেঙ্গালুরুতে বিরোধী দলগুলির বৈঠক। আগামী ১৭ জুলাই এই বৈঠক হওয়ার কথা। রবিবার, অজিত পওয়ারের বিদ্রোহে, মুখ পুড়েছে জোটের অন্যতম প্রবক্তা এনসিপি প্রধান শরদ পওয়ারের। সোমবার (৩ জুলাই), বিপাকে পড়ল আরেক বিরোধী দল আরজেডি। গত মাসেই আরজেডি নেতা তথা বিহারের উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব আশঙ্কা প্রকাশ করেছিলেন, বেঙ্গালুরুতে বিরোধী দলগুলির দ্বিতীয় বৈঠকের আগে, তাঁর নামে চার্জশিট প্রকাশ করবে সিবিআই। তাঁর সেই আশঙ্কাই সত্যি হল। এদিন জমির বিনিময়ে চাকরি মামলায়, দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালতে চার্জশিট পেশ করল সিবিআই। সেই চার্জশিটে অভিযুক্ত হিসেবে নাম রয়েছে বেশ কিছু ব্যক্তি এবং সংস্থার নাম। তাদের মধ্যে রয়েছে, তেজস্বী যাদব, প্রাক্তন কেন্দ্রীয় রেলমন্ত্রী লালুপ্রসাদ যাদব এবং বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবীর নাম।
সিবিআই-এর চার্জশিট অনুযায়ী, রেলমন্ত্রী থাকাকালীন ২০০৪ থেকে ২০০৯ সালের মধ্যে, রেলওয়ের বিভিন্ন জোনে গ্রুপ ডি পদে বেশ কয়েকজনকে চাকরি দিয়েছিলেন লালু প্রসাদ। এর বিনিময়ে তাঁর পরিবারের সদস্যদের কাছে বাজারদরের থেকে অনেক কম দামে জমি বিক্রি করেছিলেন চাকরি প্রার্থীরা। তাঁরা অধিকাংশই পটনার বাসিন্দা। এর পাশাপাশি তাদের কাছ থেকে আর্থিক সুবিধাও নিয়েছিল লালুর পরিবার। এছাড়া, চাকরি পেয়েছিলেন যারা, তাদের বিরুদ্ধে রেল মন্ত্রকে ভুয়ো নথি জমা দেওয়ার অভিযোগও রয়েছে। কোনও কোনও ক্ষেত্রে চাকরি প্রার্থীরা নিজেরাই জমি বিক্রি করেছিলেন। অন্যথায় তাঁদের পরিবারের কোনও সদস্যদের মাধ্যমে লালুর পরিবারের সদস্যদের জমি বিক্রি করেছিলেন তাঁরা। লালু পরিবারের নিয়ন্ত্রনাধীন একটি সংস্থাও এই ধরনের স্থাবর সম্পত্তি হস্তান্তরে জড়িত ছিল। এই চাকরি দেওয়ার ক্ষেত্রে কোনো বিজ্ঞাপন বা বিজ্ঞপ্তিও জারি করা হয়নি। মুম্বই, জব্বলপুর, কলকাতা, জয়পুর এবং হাজিপুরে তাদের নিয়োগ করা হয়েছিল।
গত মার্চ মাসে, জমির বিনিময়ে চাকরি কেলেঙ্কারি মামলায় তেজস্বী যাদবের দিল্লির বাসভবনে তল্লাশি করেছিল। লালুপ্রসাদের কন্যাদের বাড়িতেও তল্লাশি চলে। রাউজ অ্যাভিনিউ আদালত অবশ্য সেই সময় এই মামলায় লালু, রাবড়ি এবং তাঁদের মেয়ে তথা আরজেডি সাংসদ মিসা ভারতী এবং আরও ১৩ জনকে জামিন দিয়েছিল। এবার সিবিআই এই চার্জশিট পেশ করার পর, তাঁদের কি গ্রেফতার করা হবে? এই বিষয়ে এখনও কোনও স্পষ্টতা পাওয়া যায়নি। তবে, গত মাসে পটনায় বিরোধী দলগুলির বৈঠকে জোটকে ঘিরে যে উৎসাহ তৈরি হয়েছিল, এই দুদিনে তাতে যে অনেকটাই ভাটা পড়েছে, তা আর বলার অপেক্ষা রাখে না।