Landslide: বিনা মরশুমি বৃষ্টিতে কিন্নরে ধস, হুড়মুড়িয়ে ভেঙে গেল অর্ধেক রাস্তাই!
Kinnaur: ধসের ভিডিয়োয় দেখা গিয়েছে, পাহাড় থেকে বড় বড় বোল্ডার গড়িয়ে পড়ছে। রাস্তার ফাটল চওড়া হচ্ছে এবং পাহাড়ের এক পাশের দেওয়াল ভেঙে পড়ছে। তবে ভূমিধসে কোনও গাড়ি ক্ষতিগ্রস্ত হয়নি এবং কেউ আহত হননি বলেই জানা গিয়েছে।
কিন্নর: বিনা মরশুমি বৃষ্টিতে ভাসছে হিমাচল প্রদেশ (Himachal Pradesh)। আর তাতেই বিপত্তি। মেঘভাঙা বৃষ্টিতে হিমাচল প্রদেশের কিন্নর জেলায় নামল ভূমিধস (Landslide)। এর জেরে বাবা ভ্যালির কাফনু ও ইয়াঙ্গপার সংযোগকারী রাস্তার একটি বড় অংশ ভেঙে পড়েছে। এর জেরে গোটা জেলার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। ইতিমধ্যেই সোশ্যাল মি়ডিয়ায় ধসের ওই ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে দেখা গিয়েছে পাহাড়ের উপরের অংশ থেকে হুড়মুড়িয়ে একটা বড় অংশ ভেঙে পড়ছে। অপর একটি ভিডিয়োয় দেখা গিয়েছে, ধস নামতেই রাস্তার অর্ধেক অংশ ভেঙে গুড়িয়ে যাচ্ছে।
জানা গিয়েছে, শুক্রবার থেকেই বৃষ্টি শুরু হয়েছে হিমাচল প্রদেশে। শনিবার সকালে হঠাৎ কিন্নর জেলার বাবা ভ্যালিতে ধস নামে।ধসের জেরে পাহাড়ের উপরের একটি বড় অংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ছে। জানা গিয়েছে, বাবা ভ্যালির কাফনু ও ইয়াঙ্গপার মধ্যে সংযোগকারী রাস্তা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে।
ধসের ভিডিয়োয় দেখা গিয়েছে, পাহাড় থেকে বড় বড় বোল্ডার গড়িয়ে পড়ছে। রাস্তার ফাটল চওড়া হচ্ছে এবং পাহাড়ের এক পাশের দেওয়াল ভেঙে পড়ছে। তবে ভূমিধসে কোনও গাড়ি ক্ষতিগ্রস্ত হয়নি এবং কেউ আহত হননি বলেই জানা গিয়েছে।
yangpa, Kinnaur, today#landslide #kinnaur #wildcone pic.twitter.com/DVuaTPFgwS
— WildCone (@thewildcone) April 28, 2023
উল্লেখ্য, বিগত কয়েক সপ্তাহ ধরেই হিমাচল প্রদেশের বিভিন্ন জায়গায় ধস নামছে। গত বৃহস্পতিবার রাতে কিন্নর জেলার তাঙ্গলিং তহশিলের কল্পায় ধস নামে। ওইদিনের ধসের জেরে একটি আপেল বাগান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। তার আগে গত ৩ এপ্রিলও হিমাচল প্রদেশের সোলান জেলায় বড়সড় ধস নামে। ওই ধসে একটি পেট্রোল পাম্প ক্ষতিগ্রস্ত হয়েছে।
আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, আগামী কয়েকদিন বজ্রপাত সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী দুইদিনের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে।