Sudan Crisis: তৃতীয় সপ্তাহেও যুদ্ধ থামার নাম নেই, গোলাগুলির মাঝেই সুদান থেকে দেশে ফিরল আরও ২২৯ ভারতীয়

Operation Kaveri: একাধিকবার যুদ্ধবিরতি ঘোষণা করার অনুরোধ করা হলেও তা বারংবার লঙ্ঘন করা হয়েছে। শনিবার রাতেও খারতুমে সংঘর্ষ হয় দুই বাহিনীর মধ্য়ে।

Sudan Crisis: তৃতীয় সপ্তাহেও যুদ্ধ থামার নাম নেই, গোলাগুলির মাঝেই সুদান থেকে দেশে ফিরল আরও ২২৯ ভারতীয়
সুদান থেকে ভারতে ফিরল আরও ২২৯ জন ভারতীয়।
Follow Us:
| Edited By: | Updated on: Apr 30, 2023 | 1:01 PM

নয়া দিল্লি: তিন সপ্তাহ কেটে গিয়েছে, তবুও একচুল জমি ছাড়তে নারাজ সুদানের (Sudan) সেনা ও আধাসামরিক বাহিনী। কার হাতে দেশ শাসনের ক্ষমতা থাকবে, তা নিয়ে দুই পক্ষের লড়াই-সংঘর্ষ জারি রয়েছে। আর এই গৃহযুদ্ধেই প্রাণ হারাচ্ছেন শয়ে শয়ে সাধারণ মানুষ। সঙ্কটময় এই পরিস্থিতিতে সুদানে আটকে পড়েছেন কয়েক হাজার ভারতীয়ও। তাদের সুরক্ষিতভাবে দেশে ফিরিয়ে আনতে উদ্য়োগী কেন্দ্রীয় সরকার (Central Government)। তাই ঝুঁকি নিয়েই সুদান থেকে আকাশ ও জলপথে উদ্ধার করে আনা হচ্ছে আটকে পড়া ভারতীয়দের (Indians)। এই উদ্ধার অভিযানের নাম দেওয়া হয়েছে “অপারেশন কাবেরী” (Operation Kaveri)। শনিবার যুদ্ধবিধ্বস্ত সুদান থেকে উদ্ধার করে আনা হল আরও ২২৯ জন ভারতীয়কে।

চলতি মাসের শুরুতেই সুদানের সেনা বাহিনী ও আধাসামরিক বাহিনীর মধ্যে সংঘর্ষ বাধে। বিগত তিন সপ্তাহ ধরে এই সংঘর্ষ জারি রয়েছে। একাধিকবার যুদ্ধবিরতি ঘোষণা করার অনুরোধ করা হলেও তা বারংবার লঙ্ঘন করা হয়েছে। শনিবার রাতেও খারতুমে সংঘর্ষ হয় দুই বাহিনীর মধ্য়ে।

ওই যুদ্ধবিধ্বস্ত শহরগুলি থেকেই ঝুঁকি নিয়ে উদ্ধার করে আনা হচ্ছে ভারতীয়দের।  পোর্ট সুদান থেকে জলপথে ভারতীয়দের উদ্ধার করে সৌদি আরবে আনা হচ্ছে, সেখান থেকে ভারতে নিয়ে আসা হচ্ছে অনাবাসী ভারতীয়দের। শুধুমাত্র ভারতই নয়, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, সংযুক্ত আরব আমিরশাহি সহ একাধিক দেশ সৌদি আরবের সাহায্য় নিয়ে নিজেদের দেশের নাগরিকদের উদ্ধার করে আনছে।

গত শনিবার অপারেশন কাবেরীর দশম পর্যায়ে মোট ১৩৫জন ভারতীয়দের সুদান থেকে উদ্ধার করে আনা হয়েছে। রবিবার সকালে আরও ২২৯ জন ভারতীয়কে উদ্ধার করে আনা হয় ভারতীয় বায়ুসেনার সি ১৩০জে বিমানে।