Lok Sabha Election 2024 LIVE Updates: প্রথম দিনের ভোটগ্রহণ পর্ব শেষ, ১০২টি আসনে ভোট পড়ল ৫৯.৭ শতাংশ

| Edited By: | Updated on: Apr 19, 2024 | 6:17 PM

Lok Sabha Election 2024 Phase 1 Voting Live News and Updates in Bengali: আজ, ১৯ এপ্রিল লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ পর্ব। মোট ২১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ১০২টি আসনে ভোট গ্রহণ হবে আজ। ভোট দেবেন ১৬.৬৩ কোটি মানুষ। এর মধ্যে প্রথমবার ভোট দেবেন ৩৫.৬৭ লক্ষ যুবক-যুবতী প্রথমবার ভোট দেবেন।

Lok Sabha Election 2024 LIVE Updates: প্রথম দিনের ভোটগ্রহণ পর্ব শেষ, ১০২টি আসনে ভোট পড়ল ৫৯.৭ শতাংশ
ঔরঙ্গাবাদের বুথে ভিড়।Image Credit source: PTI

শুরু হয়ে গেল গণতন্ত্রের সবথেকে বড় উৎসব। আজ থেকে শুরু লোকসভা নির্বাচন। মোট সাত দফায় ভোট গ্রহণ হবে। আজ, ১৯ এপ্রিল লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ পর্ব। মোট ২১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ১০২টি আসনে ভোট গ্রহণ হবে আজ। ভোট দেবেন ১৬.৬৩ কোটি মানুষ। এর মধ্যে প্রথমবার ভোট দেবেন ৩৫.৬৭ লক্ষ যুবক-যুবতী প্রথমবার ভোট দেবেন। ভোট গ্রহণ শুরু হবে সকাল ৭টা থেকে, চলবে সন্ধে ৬টা অবধি। নির্বাচনের ফল প্রকাশ হবে ৪ জুন।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 19 Apr 2024 06:08 PM (IST)

    বিজেপির শো ফ্লপ, দাবি অখিলেশের

    বিজেপির প্রথম দিনের প্রথম শো-ই ফ্লপ। প্রথম দফা ভোটের পর এমনটাই বললেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব।

  • 19 Apr 2024 06:03 PM (IST)

    ভোটার তালিকায় নাম নেই বিজেপি কর্মীদের, অভিযোগ তামিলনাড়ুতে

    তামিলনাড়ুর বিজেপি প্রধান কে আন্নামালাই এদিন দাবি করেন, অনেক ভোটারের নামই নেই ভোটার তালিকায়। এমন অভিযোগ যেখানে উঠেছে, সেখানে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন আন্নামালাই। তাঁর অভিযোগ, অনেক বিজেপি কর্মীর নাম তালিকায় নেই।

  • 19 Apr 2024 02:13 PM (IST)

    একটিও ভোট দিল না নাগাল্য়ান্ডের ৬ জেলা

    আলাদা প্রশাসনের দাবিতে ভোট বয়কট। প্রায় শূন্য শতাংশ ভোট পড়ল নাগাল্যান্ডের ৬ জেলায়। ১৬ জেলার নাগাল্যান্ডে একটিই লোকসভা আসন। সেখানেও ভোট দিতে আগ্রহী নন জনগণ।

  • 19 Apr 2024 01:40 PM (IST)

    নৌকায় করে ভোট দিতে যাচ্ছেন ভোটাররা

    নৌকায় চেপে অসমে মাজুলি দ্বীপ থেকে জোরহাটে ভোট দিতে যাচ্ছেন ভোটাররা।

  • 19 Apr 2024 12:48 PM (IST)

    মণিপুরে ভোটের মাঝে চলল গুলি

    বাংলার পর মণিপুরেও অশান্তি। লোকসভা নির্বাচনের প্রথম দফাতেই মণিপুরে কেন্দ্রীয় বাহিনীর উপরে হামলার অভিযোগ। একদল সশস্ত্র বাহিনী এসে থামানপোকপি কেন্দ্রে হামলা করে। গুলি চলারও অভিযোগ উঠেছে।

  • 19 Apr 2024 12:42 PM (IST)

    ভোট দিলেন নিশীথ প্রামাণিক

    ভোট দিলেন কোচবিহার কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক।

  • 19 Apr 2024 12:40 PM (IST)

    মনোনয়ন জমা করতে যাচ্ছেন অমিত শাহ

    লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ চলছে। তার মাঝেই মনোনয়ন জমা করতে যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গুজরাটের গান্ধীনগর আসন থেকে প্রার্থী হয়েছেন তিনি।

  • 19 Apr 2024 11:54 AM (IST)

    সবথেকে বেশি ভোট পড়ল জামুইতে

    নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বেলা ১১ টা অবধি পশ্চিমবঙ্গে ৩৩.৫৬ শতাংশ ভোট পড়েছে। উত্তর প্রদেশে ২৫.২০ শতাংশ ও তামিলনাড়ুতে ২৩.৭২ শতাংশ ভোট পড়েছে। জেলা ভিত্তিক পরিসংখ্যান দেখলে বিহারের জামুইতে সবথেকে বেশি ভোট পড়েছে। ১৯ শতাংশ ভোট পড়েছে জামুইতে।

  • 19 Apr 2024 11:14 AM (IST)

    ভোট দিলেন বিশ্বের সবথেকে 'ছোট' মহিলা

    বিশ্বের সবথেকে কম উচ্চতার মহিলা, জ্যোতি আমগে ভোট দিলেন। মহারাষ্ট্রের নাগপুরের একটি বুথে তিনি ভোট দেন। মায়ের কোলে চেপেই তিনি ভোট দেন।

  • 19 Apr 2024 10:35 AM (IST)

    ভোট দিলেন কমল হাসান

    চেন্নাইয়ের কোয়ামবেদু কেন্দ্রে ভোট দিতে এলেন অভিনেতা তথা এমএনএম প্রধান কমল হাসান। তাঁর দল মক্কাল নিধি মাইয়ামও লোকসভা নির্বাচনে লড়ছে ডিএমকে-র সঙ্গে জোট বেঁধে।

  • 19 Apr 2024 10:25 AM (IST)

    ভোট দিলেন ধনুশ

    চেন্নাইয়ের আলওয়ারপেট কেন্দ্রে ভোট দিলেন দক্ষিণী অভিনেতা ধনুশ।

  • 19 Apr 2024 10:20 AM (IST)

    ভোট দিয়ে খুশি ত্রিপুরার মুখ্যমন্ত্রী

    সাতসকালেই ভোট দিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। তিনি বলেন, "ভোট দেওয়ার পর ভাল লাগছে। সবার ভোট দেওয়া উচিত। যে সরকার উন্নয়নের কথা ভাবে, তাদের ক্ষমতায় আসা উচিত।"

  • 19 Apr 2024 09:57 AM (IST)

    সকাল ৯টা অবধি সবথেকে বেশি ভোট পড়ল বাংলায়

    নির্বাচন কমিশনের তথ্য় অনুযায়ী, প্রথম দফার ভোট গ্রহণে সকাল ৯টা অবধি সবথেকে বেশি ভোট পড়েছে পশ্চিমবঙ্গে। এখনও পর্যন্ত বাংলায় ১৫ শতাংশ ভোট পড়েছে। মধ্য প্রদেশে ১৪.১২ শতাংশ ভোট পড়েছে। বিহারে ৯.২৩ শতাংশ, ছত্তীসগঢ়ে ১২.২ শতাংশ, জম্মু ও কাশ্মীরে ১০.৪৩ শতাংশ, মহারাষ্ট্রে ৬.৯৮ শতাংশ, অসমে ১১.১৫ শতাংশ, তামিলনাড়ুতে ৮.২১ শতাংশ,  উত্তর প্রদেশে ১২.২২ শতাংশ ভোট পড়েছে ৷ রাজস্থানে ১০.৬৭ শতাংশ ভোট এবং সিকিমে ৭.৬৭ শতাংশ ভোট পড়েছে।

  • 19 Apr 2024 09:17 AM (IST)

    সপরিবারে ভোট দিলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী

    সাতসকালেই ভোট দিতে এলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী। সঙ্গে তাঁর মা ও স্ত্রীও ভোট দেন। ভোট দেওয়ার পর জিলিপি খেয়ে মিষ্টিমুখ করেন তাঁরা।

  • 19 Apr 2024 09:15 AM (IST)

    বিয়ের পোশাকে বুথে

    বিয়ে যেমন গুরুত্বপূর্ণ, ভোটও সমান গুরুত্বপূর্ণ। উত্তরাখণ্ডে বিয়ের পোশাকেই ভোট দিতে এলেন এক নবদম্পতি।

  • 19 Apr 2024 08:50 AM (IST)

    ভোট দিলেন রজনীকান্ত

    প্রথম দফার নির্বাচনেই ভোট তামিলনাড়ুতে। সকালেই চেন্নাইয়ের বুথে ভোট দিতে এলেন অভিনেতা রজনীকান্ত।

  • 19 Apr 2024 08:40 AM (IST)

    ভোট দিলেুন রাজস্থানের মুখ্যমন্ত্রী

    প্রথম দফার নির্বাচনে ভোট দিলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা।

  • 19 Apr 2024 08:31 AM (IST)

    কংগ্রেস আরও কম সিট পাবে, দাবি সোনওয়ালের

    প্রথম দফার নির্বাচনে অগ্নিপরীক্ষা কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনওয়ালের। তিনি বলেন, "মানুষ আনন্দের সঙ্গে ভোট দেবে। কংগ্রেসের নিজের অবস্থার দিকে তাকানো উচিত। ওরা এবার আরও কম আসন পাবে।"

  • 19 Apr 2024 08:25 AM (IST)

    ভোটের আর্জি গৌরব গগৈয়ের

    কংগ্রেস সাংসদ তথা অসমের জোরহাটের প্রার্থী গৌরব গগৈও সকলকে ভোটদানের আর্জি জানীলেন।

  • 19 Apr 2024 08:15 AM (IST)

    ভোট দিলেন কেন্দ্রীয় মন্ত্রী অর্জুনরাম মেঘওয়াল

    বিকানির লোকসভা কেন্দ্রে প্রার্থী হয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অর্জুনরাম মেঘওয়াল। এ দিন সকালেই তিনি ভোট দিতে আসেন।

  • 19 Apr 2024 08:00 AM (IST)

    ছেলের জন্য ভোটের আর্জি কমল নাথের

    লোকসভা নির্বাচনে লড়ছেন মধ্য় প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথের ছেলে নকুল নাথ। চিন্দওয়াড়া থেকে লড়ছেন তিনি। এ দিন সকালে ছেলের জন্য ভোটের আর্জি জানালেন কমল নাথ। তিনি বলেন, "চিন্দওয়াড়ার মানুষদের উপরে আমার পূর্ণ আস্থা রয়েছে।"

  • 19 Apr 2024 07:52 AM (IST)

    বুথে ভিড় অভিনেতাদের

    তামিলনাড়ুতে ভোট দিতে এলেন অভিনেতা অজিত কুমার।

  • 19 Apr 2024 07:51 AM (IST)

    ভোটদানের আর্জি শাহের

    লোকসভা নির্বাচনের প্রথম পর্বে সকলকে ভোটদানের আর্জি জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

  • 19 Apr 2024 07:11 AM (IST)

    শুরু হল ভোট গ্রহণ পর্ব

    লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ পর্ব শুরু হল। সকাল থেকেই বিভিন্ন বুথে ভোটারদের লাইন।

  • 19 Apr 2024 06:36 AM (IST)

    আলিপুরদুয়ারে চলছে ইভিএম চেকিং

    আর কিছুক্ষণের মধ্যেই ভোট গ্রহণ শুরু হবে। তার আগেই বিভিন্ন বুথে চলছে নজরদারি। ইভিএম পরীক্ষা হচ্ছে আলিপুরদুয়ারের একটি বুথে।

  • 19 Apr 2024 06:26 AM (IST)

    বুথে কেন্দ্রীয় বাহিনীর নজরদারি

    শান্তিপূর্ণভাবে ভোট করাতে বিপুল পরিমাণ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। ভোট গ্রহণের আগে বুথের বাইরে কড়া নজরদারি কেন্দ্রীয় বাহিনীর।

  • 19 Apr 2024 06:19 AM (IST)

    সকাল ৭টা থেকে শুরু ভোট গ্রহণ

    আজ থেকে শুরু লোকসভা নির্বাচন। আজ প্রথম দফার ভোট গ্রহণ হবে। সকাল থেকেই বুথে বুথে তৎপরতা-ব্যস্ততা। সকাল ৭টা থেকে ভোট গ্রহণ শুরু হবে। সন্ধে ৬টা অবধি ভোট গ্রহণ চলবে।

Published On - Apr 19,2024 6:18 AM

Follow Us: