TV9 Opinion Poll Live Updates: বিহার থেকে উত্তরাখণ্ড জুড়ে শুধুই গেরুয়া ঝড়, পঞ্জাব সাফ আপের ঝাড়ুতে
Opinion Poll Live Updates: দেশের সবথেকে বড় ওপিনিয়ন পোল আনল টিভি৯ নেটওয়ার্ক। পোলস্ট্রাট ও পিপলস ইনসাইডের সমীক্ষায় এই ওপিনিয়ন পোল তৈরি করা হয়েছে। লোকসভা নির্বাচনে কোন দল জয়ী হবে, কেন্দ্রের মসনদে কে বসবে, তা থেকে শুরু করে কোন রাজ্যে কোন দল কত আসন পেতে পারে, তার যাবতীয় তথ্য তুলে ধরা হবে এই সমীক্ষায়।

মাস পেরলেই লোকসভা নির্বাচন। আজ, শনিবারই লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করবে জাতীয় নির্বাচন কমিশন। তার আগেই দেশের সবথেকে বড় ওপিনিয়ন পোল আনল টিভি৯ নেটওয়ার্ক। পোলস্ট্রাট ও পিপলস ইনসাইডের সমীক্ষায় এই ওপিনিয়ন পোল তৈরি করা হয়েছে। লোকসভা নির্বাচনে কোন দল জয়ী হবে, কেন্দ্রের মসনদে কে বসবে, তা থেকে শুরু করে কোন রাজ্যে কোন দল কত আসন পেতে পারে, তার যাবতীয় তথ্য তুলে ধরা হবে এই সমীক্ষায়।
LIVE NEWS & UPDATES
-
ছত্তিশগঢ়ে কংগ্রেসের খাতায় ২৬ শতাংশ
টিভি-৯ এর সমীক্ষা অনুসারে, ছত্তিশগঢ়ে বিজেপি ৬১.৫৭ শতাংশ ভোট পেতে পারে। কংগ্রেসের পেতে পারে ২৬ শতাংশ ভোট।
-
ছত্তিশগঢ়েও বিজেপি
উত্তরাখণ্ডের মতো ছত্তিশগঢ়েও ক্লিন সুইপ বিজেপির। রাজ্যের ১১টি লোকসভা আসনের মধ্যে ১১টি আসনই বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-র দখলে যেতে পারে।
-
-
উত্তরাখণ্ডে বিজেপির খাতায় ৬৫ শতাংশ ভোট
জনমত সমীক্ষা বলছে , ভারতীয় জনতা পার্টি উত্তরাখণ্ডে প্রায় ৬৫ শতাংশ ভোট পেতে পারে। যেখানে কংগ্রেস পেতে পারে মাত্র ২৩ শতাংশ ভোট।
-
উত্তরাখণ্ডেও বিজেপির ক্লিন সুইপ
TV9-র ওপিনিয়ন পোল অনুযায়ী, উত্তরাখণ্ডে এবারও ক্লিন সুইপ হবে বিজেপির। ৫টি লোকসভা আসনের মধ্যে সবকটিতেই জয়ী হতে পারে বিজেপি। খাতা খুলতে পারবে না কংগ্রেস।
-
হরিয়ানায় হতে পারে বিজেপির জয়জয়কার
TV9-র সমীক্ষা অনুযায়ী, হরিয়ানায় ফের ঝড় উঠতে চলেছে বিজেপির। হরিয়ানার ১০টি লোকসভা আসনের মধ্যে ৯টিতেই জিততে পারে বিজেপি। প্রসঙ্গত, গতবার ১০টি আসনের সবকটিতেই জয়ী হয়েছিল বিজেপি। এবারের নির্বাচনে একটি আসন পেতে পারে কংগ্রেস।
-
-
পঞ্জাবে খুলবে না কংগ্রেসের খাতা
TV9-র ওপিনিয়ন পোল অনুযায়ী, এবারের লোকসভা নির্বাচনের ফলাফলে বড় চমক থাকবে পঞ্জাবে। বিধানসভার মতোইঈ লোকসভাতেও বিপুল আসনে জয়ী হতে পারে আম আদমি পার্টি। পঞ্জাবে ১৩টি লোকসভা আসনের মধ্যে ১১টিতেই জয়ী হতে পারে আম আদমি পার্টি। বিজেপির নেতৃত্বে এনডিএ ২টি আসনে জয়ী হতে পারে। তবে এবার খাতা না খোলারই সম্ভাবনা রয়েছে কংগ্রেসের।
-
বিহারে কী হাল ইন্ডিয়া জোটের?
বিহারে ইন্ডিয়া জোট খাতা খুলতে পারে, তবে মাত্র ২টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। বড় ধাক্কা খেতে পারে লালু প্রসাদ যাদবের দল, রাষ্ট্রীয় জনতা দল। আসন্ন লোকসভা নির্বাচনে তারা একটিও আসনে না জেতার সম্ভাবনা। কংগ্রেস ২টি আসনে জয়ী হতে পারে।
-
বিহারেও NDA-র ক্লিন সুইপ
TV9-র ওপিনিয়ন পোলে দেখা গিয়েছে, উত্তর প্রদেশের মতো বিহারেও বড় জয় পেতে চলেছে বিজেপি শাসিত এনডিএ। বিহারে ৪০টি লোকসভা আসন, তার মধ্যে ৩৮টি আসনেই এনডিএ জিততে পারে। কংগ্রেস পেতে পারে মাত্র ২টি আসন। এনডিএ-তে বিজেপি ১৭টি আসন এবং জেডিইউ ১৫টি আসন জিততে পারে। এনডিএ-র জোট সঙ্গী সাংবিধানিক লোক জনশক্তি পার্টিও পেতে পারে ৫টি আসন।
-
যোগীরাজ্যে ফের গেরুয়া ঝড়
TV9-র ওপিনিয়ন পোল অনুযায়ী, উত্তর প্রদেশে এবারও উড়বে গেরুয়া ঝড়। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট বড় জয় পেতে পারে। জনমত সমীক্ষা অনুযায়ী, উত্তর প্রদেশে ৮০ টি আসনের মধ্যে ৭৩ টি আসনেই জিততে পারে বিজেপি শাসিত এনডিএ জোট। বিরোধী জোট ইন্ডিয়া মাত্র ৭ টি আসন পাবে বলে অনুমান। ইন্ডিয়া জোটের মধ্যে কংগ্রেস মাত্র একটি আসন পেতে পারে এবং সমাজবাদী পার্টি ৬টি আসনে জয় পেতে পারে বলেই অনুমান। এনডিএ জোটের যে ৭৩টি আসনে জেতার সম্ভাবনা, তার মধ্যে ৭০টি আসনে বিজেপি একাই জিততে পারে।
Published On - Mar 16,2024 2:11 PM
