নেগেটিভে করোনা সংক্রমণ! দেশে ৬ মাসে সর্বনিম্ন আক্রান্তর রেকর্ড
দেশে সবচেয়ে বেশি করোনা আক্রান্তর ঠিকানা মহারাষ্ট্র। ঠাকরে রাজ্যে মোট করোনা আক্রান্ত হয়েছেন ১৯ লক্ষ ১৬ হাজার ২৩৬ জন।
নয়া দিল্লি: ৬ মাসে এই প্রথম! দেশে করোনা (COVID) আক্রান্তের সংখ্যা জুলাই মাসের ১ তারিখের পর থেকে আজ সর্বনিম্ন। গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৭৩২ জন। একদিনে প্রাণ হারিয়েছেন ২৭৯ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২১ হাজার ৪৩০ জন। যার দরুন দেশে এখন সক্রিয় করোনা আক্রান্তের সংখ্য়া ২১,৪৩০ কমে ২ লক্ষ ৭৮ হাজার ৬৯০।
দেশে এপর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ১ কোটি ১ লক্ষ ৮৭ হাজার ৮৫০ জন। করোনাকে হারিয়ে ইতিমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৭ লক্ষ ৬১ হাজার ৫৩৮ জন। কোভিডে প্রাণ হারিয়েছেন ১ লক্ষ ৪৭ হাজার ৬২২ জন। তবে সুখবরের মধ্যেও চিন্তা বাড়াচ্ছে করোনার অভিযোজিত রূপ। ইউরোপ তো বটেই ইউরোপের বাইরেও নতুন রূপে থাবা বসাচ্ছে করোনা।
দেশে সবচেয়ে বেশি করোনা আক্রান্তর ঠিকানা মহারাষ্ট্র। ঠাকরে রাজ্যে মোট করোনা আক্রান্ত হয়েছেন ১৯ লক্ষ ১৬ হাজার ২৩৬ জন। সে রাজ্যে এপর্যন্ত প্রাণ হারিয়েছেন ৪৯ হাজার ১৮৯ জন। সেখানে সুস্থতার হার ৯৪.৩৪ শতাংশ। মৃত্যুর হার ২.৫৭ শতাংশ। দৈনিক সংক্রমণ কম হলেও সবচেয়ে বেশি মৃত্যুর হার পঞ্জাবে। সে রাজ্যে কোভিডে মৃত্যু হয়েছে ৩.২ শতাংশ আক্রান্তর। পশ্চিমবঙ্গে এপর্যন্ত মোট করোনা আক্রান্তর সংখ্যা ৫ লক্ষ ৪৬ হাজার ৮। যার মধ্যে ৫ লক্ষ ২২ হাজার ৩৩১ জন ইতিমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ রাজ্যে কোভিডে মৃত্যুর হার ১.৭৫ শতাংশ।
আরও পড়ুন: মিউট্যান্ট স্ট্রেন শনাক্তকরণে আজ বৈঠক কোভিড টাস্ক ফোর্সের
ক্রমশ নিম্নগামী করোনা রেখাচিত্রের পাশপাশি সুখবর আসছে প্রতিষেধকের বিষয়েও। খুব তাড়াতাড়িই দেশে অনুমোদন পেতে পারে অক্সফোর্ডের করোনা প্রতিষেধক কোভিশিল্ড, এই নিয়ে জোর জল্পনা চিকিৎসক মহলে। ইতিমধ্যেই দেশে ঘোষিত হয়েছে ‘ড্রাই রান’-এর তারিখ ও স্থান। স্বাস্থ্যমন্ত্রীও হর্ষ বর্ধনও জানিয়েছেন, জানুয়ারির যে কোনও সপ্তাহেই শুরু হবে টিকাকরণ।