Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kamal Nath: মুখ পুড়েছে নির্বাচনের ফলাফলে, কংগ্রেসকে চরম সিদ্ধান্ত জানালেন কমল নাথ

Madhya Pradesh Assembly Election Results 2023: ২৩০ আসনের মধ্য প্রদেশ বিধানসভা নির্বাচনে বিজেপি ১৬৩টি আসন পেয়েছে। সেখানেই কংগ্রেস পেয়েছে মাত্র ৬৬টি আসন। দলের এই পরাজয় নিয়ে মঙ্গলবারই কমল নাথ কর্মীদের আশাহত না হয়ে, আসন্ন লোকসভা নির্বাচনের প্রস্তুতি নিতে বলেছেন।

Kamal Nath: মুখ পুড়েছে নির্বাচনের ফলাফলে, কংগ্রেসকে চরম সিদ্ধান্ত জানালেন কমল নাথ
কমল নাথ।Image Credit source: PTI
Follow Us:
| Edited By: | Updated on: Dec 06, 2023 | 8:49 AM

ভোপাল: এক্সিট পোল বলেছিল, পালাবদল হবে মধ্য প্রদেশে। ক্ষমতায় আসতে পারে কংগ্রেস। কিন্তু ভোটের দল প্রকাশ হতেই দেখা গেল উল্টো চিত্র। মধ্য প্রদেশে (Madhya Pradesh) বিজেপির (BJP) কাছে গো-হারান হারল কংগ্রেস (Congress)। দলের এই ভরাডুবির দায় মাথা নত করে নিয়েছেন শীর্ষ নেতারা। আর হারের পরই এবার চরম সিদ্ধান্ত কমল নাথের(Kamal Nath)। সূত্রের খবর, মধ্য প্রদেশ কংগ্রেসের রাজ্য সভাপতি পদ থেকে ইস্তফা দিতে পারেন তিনি।

মঙ্গলবারই দিল্লিতে দলের হাই-কম্যান্ডের সঙ্গে দেখা করেন মধ্য় প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথ। কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়্গের সঙ্গেও দেখা করেন তিনি। সূত্রের খবর, খাড়্গের কাছেই কমল নাথ মধ্য় প্রদেশের জন্য নতুন রাজ্য সভাপতি খোঁজার কথা বলেছেন। আজই তিনি সভাপতি পদ থেকে ইস্তফা দিতে পারেন।

অন্যদিকে, শীর্ষ নেতৃত্বও কমল নাথের উপরে অসন্তুষ্ট। আসন ভাগাভাগি নিয়ে সম্প্রতি প্রবীণ কংগ্রেস নেতা সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, জেডিইউ সুপ্রিমো নীতীশ কুমার সহ ইন্ডিয়া জোটের একাধিক শরিকের সম্পর্কে যে মন্তব্য করেছিলেন, তাতেই অসন্তুষ্ট কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। মঙ্গলবার এই নিয়ে কমল নাথের সঙ্গে কথাও হয়। এমনটাই সূত্রের খবর।

প্রসঙ্গত, ২৩০ আসনের মধ্য প্রদেশ বিধানসভা নির্বাচনে বিজেপি ১৬৩টি আসন পেয়েছে। সেখানেই কংগ্রেস পেয়েছে মাত্র ৬৬টি আসন। দলের এই পরাজয় নিয়ে মঙ্গলবারই কমল নাথ কর্মীদের আশাহত না হয়ে, আসন্ন লোকসভা নির্বাচনের প্রস্তুতি নিতে বলেছেন।