NCRB Report: ১ বছরেই ৪০ শতাংশ বৃদ্ধি, অ্যাসিড হামলায় যোগী রাজ্যকে পিছনে ফেলে ফের শীর্ষে বাংলা
NCRB Report on Acid Attack: এনসিআরবি-র রিপোর্ট অনুযায়ী, ২০২২ সালে দেশে মোট ২০২টি অ্যাসিড হামলার মামলা রুজু হয়েছে। এরমধ্যে ৪৮টি ঘটনাই বাংলার। দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর প্রদেশ। সেখানে ৩০টি অ্যাসিড হামলার রেকর্ড নথিবদ্ধ হয়েছে ২০২২ সালে।
কলকাতা: মহিলাদের জন্য় সবথেকে নিরাপদ শহর কলকাতা (Kolkata)। এনসিআরবি-র রিপোর্ট এমনটাই বলছে। এই খবরে যতটা স্বস্তির নিঃশ্বাস ফেলবেন, তার পরের তথ্যে তারও বেশি চমকে ও আতঙ্কিত হয়ে উঠবেন। অ্যাসিড হামলায় (Acid Attack) সবার থেকে এগিয়ে বাংলা। ২০২২ সালের এনসিআরবি(NCRB)-র রিপোর্ট অনুযায়ী, উত্তর প্রদেশকে পিছনে ফেলে এবারও অ্যাসিড হামলায় শীর্ষে রয়েছে পশ্চিমবঙ্গ (West Bengal)। ২০১৮ সাল থেকে এই নিয়ে টানা ৫ বার শীর্ষে বাংলা!
ন্যাশনাল ক্রাইম ব্যুরোর বা এনসিআরবি-র রিপোর্ট প্রকাশ হতেই হাড়হিম করা তথ্য সামনে এসেছে। এনসিআরবি-র রিপোর্ট অনুযায়ী, ২০২২ সালে দেশে মোট ২০২টি অ্যাসিড হামলার মামলা রুজু হয়েছে। এরমধ্যে ৪৮টি ঘটনাই বাংলার। দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর প্রদেশ। সেখানে ৩০টি অ্যাসিড হামলার রেকর্ড নথিবদ্ধ হয়েছে ২০২২ সালে।
তবে এর থেকেও বেশি উদ্বেগের বিষয় হল, ২০২১ সালের তুলনায় ২০২২ সালে বাংলায় অ্যাসিড হামলা বেড়েছে ১৪টি। অর্থাৎ এক বছরেই ৪০ শতাংশ বৃদ্ধি! এবং অ্যাসিড হামলায় আক্রান্তদের ৯০ শতাংশই মহিলা।
এই প্রথম নয়। ২০১৮ সাল থেকেই অ্যাসিড হামলার পরিসংখ্য়ানে শীর্ষে রয়েছে বাংলা। ২০২১ সালের পরিসংখ্য়ান অনুযায়ীও, দেশে ১৭৪টি অ্যাসিড হামলার মধ্যে ৩৪টি পশ্চিমবঙ্গে হয়েছিল। এরমধ্যে ৩০ জন আক্রান্তই মহিলা ছিলেন। এছাড়া আরও ১১ জনের উপরে অ্যাসিড হামলার চেষ্টা করা হয়েছিল।
বছরের পর বছর হামলার এই তথ্যে প্রশ্ন উঠছে, খোলাবাজারে অ্যাসিড বিক্রি নিয়ে পুলিশ-প্রশাসন আদৌ কি নজরদারি করছে?