Suicide Case: পছন্দ হয়নি চুলের ছাঁট, ১৬ তলার বাথরুমের জানালা থেকে ঝাঁপ অষ্টম শ্রেণির পড়ুয়ার
Suicide Case:অষ্টম শ্রেণির পড়ুয়া ছিল ওই কিশোর। মাথার চুল অনেকটা বড় হয়ে যাওয়ায় এক আত্মীয় তাঁকে চুল কাটাতে নিয়ে যায়। ওই কিশোর চুল কাটাতে নারাজ ছিল, কিন্তু তাঁর কথা কেউ শোনেনি।
মুম্বই: কান ঢেকে গিয়েছে চুলে। স্কুলে গেলে বকা খাবে, এই কারণেই টেনে-হিঁচড়ে নাপিতের কাছে নিয়ে গিয়েছিল আত্মীয়। এক প্রকার জোর করেই কাটানো হয় চুল, কিন্তু পছন্দ হয়নি সেই চুলের ছাঁট। বাড়িতে এসে কান্না-কাটিও জোড়ে বছর তেরোর নাবালক। কিন্তু তাঁর দুঃখে কেউ পাত্তা দেয়নি। ক্ষোভ-অভিমানে চরম পদক্ষেপ গ্রহণ করল অষ্টম শ্রেণির পড়ুয়া। ১৬ তলার বারান্দা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করল কিশোর। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের (Maharashtra) থানে জেলায়। পুলিশ (Police) সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে ওই কিশোর আত্মহত্যা (Suicide) করে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, থানের ভায়ান্দর অঞ্চলের একটি বহুতলের ১৬ তলার বারান্দা থেকে ঝাঁপ দেয় ১৩ বছরের এক কিশোর। অষ্টম শ্রেণির পড়ুয়া ছিল ওই কিশোর। মাথার চুল অনেকটা বড় হয়ে যাওয়ায় এক আত্মীয় তাঁকে চুল কাটাতে নিয়ে যায়। ওই কিশোর চুল কাটাতে নারাজ ছিল, কিন্তু তাঁর কথা কেউ শোনেনি। সেলুনে নিয়ে গিয়ে তাঁকে যে চুলের ছাঁট দেওয়া হয়, তাও তাঁর পছন্দ হয়নি। বাড়িতে এসেও ওই কিশোর কান্নাকাটি করে।
জানা গিয়েছে, মঙ্গলবার রাত সাড়ে ১১টা নাগাদ ওই কিশোর ১৬ তলার বহুতলের বাথরুমের জানালা থেকে ঝাঁপ দেয়। চুলের ছাঁট পছন্দ না হওয়ার কারণে কিশোর যে এমন ঘটনা ঘটাবে, তা ভাবতেও পারেননি বাড়ির সদস্য়রা। আবাসনের নিরাপত্তারক্ষীই প্রথম ওই কিশোরকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখতে পান। এরপরই তিনি ওই কিশোরের পরিবার ও পুলিশে খবর দেন। প্রাথমিক তদন্তের পর পুলিশ দুর্ঘটনাবশত মৃত্যুর মামলা রুজু করেছে। গোটা ঘটনার বিস্তারিত তদন্ত করা হচ্ছে।